বৃহস্পতিবার, ০১ সেপ্টেম্বর, ২০১৬, ০৬:৫২:৫৬

ক্লাসরুমে ঢুকে কলেজছাত্রীকে পিটিয়ে মারল প্রেমিক

 ক্লাসরুমে ঢুকে কলেজছাত্রীকে পিটিয়ে মারল প্রেমিক

আন্তর্জাতিক ডেস্ক : প্রকৌশল কলেজের এক ছাত্রীকে শ্রেণিকক্ষেই পিটিয়ে মারল একই কলেজের সাবেক এক ছাত্র।  ঘটনাটি গত মঙ্গলবার ভারতের তামিল নাডুর চেন্নাইয়ে কারুক জেলার প্রকৌশল কলেজে ঘটেছে।  

এনডিটিভির এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী সোনালীর সঙ্গে এক সময় প্রেমের সম্পর্ক ছিল একই কলেজের এক বছরের সিনিয়র সাবেক ছাত্র উদয় কুমারের।

কিন্তু তৃতীয় বর্ষে উঠার পর ওই ছাত্র কলেজ ছেড়ে চলে যায়।  এ কারণে তাদের সম্পর্কে ছেদ পড়ে।
এরপর গত মঙ্গলবার কলেজের কেন্টিনে এসে সোনালীর সঙ্গে কথা বলতে চাইলে উদয়কে পাত্তা দেয়নি ওই ছাত্রী।

এতে ক্ষিপ্ত হয়ে মাতাল অবস্থায় ক্লাসরুমে ঢুকে কাঠের গুড়ি দিয়ে পিটাতে থাকে।  এ সময় তার ক্লাসমেটরা ভয়ে এগিয়ে যেতে সাহস পায়নি।

পরে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  পুলিশ কর্মকর্তা টিকে রাজাসেকারান বলেন, হত্যা করে পালানোর সময় উদয় কুমারকে গ্রেফতার করেছে পুলিশ।
 
দুই মাস আগেও প্রেম প্রত্যাখান করায় চেন্নাইয়ের ব্যস্ত রেলস্টেশনে ছুরিকাঘাত করে এক তরুণীকে হত্যা করা হয়।
১ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে