শুক্রবার, ০২ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০:৩৮

নিউ জিল্যান্ডে ভয়াবহ ভূমিকম্প

নিউ জিল্যান্ডে ভয়াবহ ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক : বৃহস্পতিবার নিউজিল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলীয় সংলগ্ন সাগরে শক্তিশালী ভূমিকম্প হয়েছে। ইউনাইটেড স্টেটস জিওলজিকাল সার্ভে (ইউএসজিএস) এ তথ্য নিশ্চিত করেছে।

রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭ দশমিক ১ মাত্রা। তবে তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

ইউএসজিএস জানায়, স্থানীয় সময় ভোররাত ৪টা ৩৭ মিনিটে  নিউজিল্যান্ডের গিসবর্নের ১৬৯ কিলোমিটার (১০৫ মাইল) উত্তরপূর্বে এই ভূমিকম্পের উৎপত্তি হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১৯.১ মাইল গভীরে।

ভূমিকম্পের পর সুনামির আশঙ্কায় নর্থ আইল্যান্ডের অধিবাসীদের নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলেছে স্থানীয় কর্তৃপক্ষ।

০১ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে