আন্তর্জাতিক ডেস্ক : ‘আপত্তিকর ভিডিও’ ফাঁস হওয়ার পরপরই নিজের মন্ত্রিসভার এক মন্ত্রীকে বহিষ্কার করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ভারতের আম আদমি পার্টির তরুণ এই নেতা নাম সন্দীপ কুমার। তিনি দিল্লী প্রদেশ সরকারের সবচেয়ে কনিষ্ঠ মন্ত্রী ছিলেন।
বুধবার পার্টির প্রধান ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দফতরে অজ্ঞাত প্রেরকের কাছ থেকে একটি সিডি আসে। এর ঠিক আধা-ঘণ্টা পরেই এক টুইট বার্তায় শিশু উন্নয়ন মন্ত্রী সন্দীপ কুমারকে বরখাস্ত করার ঘোষণা দেন তিনি।
বৃহস্পতিবার সন্ধ্যায় টুইটারে এএপি নেতা কেজরিওয়াল বলেন, একটি ‘আপত্তিকর’ সিডি হাতে পাওয়ার পরপরই তিনি সন্দ্বীপ কুমারকে বরখাস্ত করেন। গত বছর বিধানসভা নির্বাচনে জিতে দিল্লির ক্ষমতায় আসে আম আদমি পার্টি।
এনডিটিভি’র খবরে বলা হয়, ওম প্রকাশ নামে এক ব্যক্তি যিনি নিজেকে কংগ্রেসের কর্মী বলে দাবি করেছেন, তার কাছে ওই সিডির একটি কপি পাওয়া গেছে।
এনডিটিভি’কে তিনি বলেন, “অচেনা এক ব্যক্তি আমাকে সিডিটি দেয়। আমি তাকে বলেছিলাম কেন সে সিডিটি কেজরিওয়ালের কাছে দিচ্ছে না। তখন সে বলে, ১৫ দিন আগে সে দিল্লির মুখ্যমন্ত্রীর কাছে সিডিটি পাঠিয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি।”
এনডিটিভি জানিয়েছে, ৯ মিনিটের ওই ভিডিওতে সন্দীপ কুমারকে দুই নারীর সঙ্গে (প্রকাশ অযোগ্য শব্দ)। সিডিতে ওই মন্ত্রীর আপত্তিকর অবস্থার ১১টি ছবিও রয়েছে।
ভারতের কয়েকটি টিভি চ্যানেলের কাছেও একই ভিডিও টেপ পাঠানো হয়। এরই একটি কপি মুখ্যমন্ত্রীর দফতরে পাঠানো হয়। এ ঘটনায় বিরোধীদের কঠোর সমালোচনায় পড়েছে আম আদমি পার্টি।
বিরোধীদের দাবি, দুর্নীতির বিরুদ্ধে কথা বললেও অসাধু ও দুর্বৃত্তদের নিয়ে দিল্লির মসনদে বসেছে দলটি। যে কারণে গত ১৯ মাসে তিনজন মন্ত্রীকে বরখাস্ত করতে হয়েছে।
উল্লেখ্য, লজ্জাজনক এই ঘটনায় বরখাস্ত মন্ত্রী সন্দীপ শপথ নেয়ার পর নারীর মর্যাদা রক্ষার বিষয়ে গুরুত্বারোপ করেছিলেন। নারীর মর্যাদা বোঝাতে তখন তিনি বলেছিলেন, 'আমি প্রতিদিন ঘর থেকে বের হওয়ার আগে আমার স্ত্রীর পা ছুঁয়ে বের হই।'
২ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি