শুক্রবার, ০২ সেপ্টেম্বর, ২০১৬, ১১:০৪:৫৯

মা হাসপাতালে, ছেলের টাকা কেড়ে নিল জিআরপি?

মা হাসপাতালে, ছেলের টাকা কেড়ে নিল জিআরপি?

আন্তর্জাতিক ডেস্ক : টিকিট না কেটে রেলযাত্রা নিঃসন্দেহে একটি অপরাধ। তবে সেই অপরাধের শাস্তি এমন অমানবিক হবে, কে জানত। গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি পোস্ট। সোনারপুর স্টেশনে অপেক্ষারত এক অরিত্র মণ্ডল, একটি ঘটনার কথা বর্ণনা করেছেন সেখানে। আপলোড করেছেন ভিডিওয়।

পোস্টের বিবরণ অনুযায়ী, অরিত্র যখন দাঁড়িয়ে ছিলেন স্টেশনে, সেই সময় একটি ছেলে তাঁর কাছে এসে খাবার কেনার টাকা চায়। মুহূর্তের মধ্যে ছেলেটিকে কান্নায় ভেঙে পড়তে দেখে অরিত্র জিজ্ঞেস করেন তার কি হয়েছে। এর উত্তরে ছেলেটি যা জানায়, তা সত্যিই মানবিকতার মুখে প্রশ্ন তুলছে আরও একবার।

ছেলেটি ফিরছিল বঙ্গবাসী কলেজ থেকে। মা হাসপাতালে ভর্তি থাকায় তাড়াহুড়োয় টিকিট না কেটেই সে উঠে পড়েছিল নামখানা লোকালে। সোনারপুর স্টেশন এ নামতেই টিকিট পরীক্ষক তাঁর থেকে টিকিট দেখতে চায়। টিকিট না দেখাতে পারার ফলে জি.আর.পি তাকে ধরে নিয়ে গিয়ে আটকে রাখে। তার থেকে ৪০০ টাকা একরকম কেড়েই নেওয়া হয় বলে  দাবি করে ছেলেটি। এবং এর কোনও রসিদও সে পায়নি। শুধু তাই নয়, পাঁচ ঘণ্টারও বেশি সময় তাকে আটকে রাখা হয় বলে জানায় ছেলেটি। শুনতে হয় অকথ্য ভাষায় গালাগালও। -এবেলা
২ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে