শুক্রবার, ০২ সেপ্টেম্বর, ২০১৬, ১২:৪৭:৫২

এবার পাকিস্তানে বন্ধ হয়ে যাচ্ছে সব ভারতীয় চ্যানেল!

এবার পাকিস্তানে বন্ধ হয়ে যাচ্ছে সব ভারতীয় চ্যানেল!

আন্তর্জাতিক ডেস্ক : এর আগে নেপালে নিষিদ্ধ করা হয় ভারতীয় সব টিভি চ্যানেল। ভারতীয় বিভিন্ন সিরিয়াল নিয়ে হয় বিতর্ক। এবার কিরণমালা-ভূতুতে বিরক্ত পাকিস্তান। সব ভারতীয় চ্যানেলের সম্প্রচার বন্ধ হয়ে যাচ্ছে দেশটিতে!  

বিভিন্ন অনুষ্ঠানের সাথে রাজনৈতিক বিষয়ও যোগ হয়েছে এখানে। বুধবার পাকিস্তানের উপর চাপ বাড়াতে অল ইন্ডিয়া রেডিয়োকে বালোচি ভাষায় অনুষ্ঠান সম্প্রচার করার নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তবে পাকিস্তানও হাত গুটিয়ে বসে থাকেনি। ভারতের উপর পাল্টা চাপ দিতে এবার ভারতীয় চ্যানেলের বিষয়বস্তু সম্প্রচারে রাশ টানছে ইসলামাবাদ। এবার থেকে পাকিস্তানে ৬ শতাংশের বেশি ভারতীয় চ্যানেলের বিষয়বস্তু সম্প্রচার করা যাবে না বলে জানালো পাকিস্তান।

অতিরিক্ত ‘‌বিদেশি বিষয়বস্তু’‌ থাকায় তা নিষিদ্ধ করা হল। ২০১৬ সালের ১৫ অক্টোবর থেকে বেশ কয়েকটি টিভি চ্যানেলকে ভারতীয় চ্যানেলের বিষয়বস্তু সম্প্রচারের অনুমতি দেওয়া হয়।

দিনের ১০ শতাংশ সময় ভারতীয় চ্যানেলগুলোর জন্য বরাদ্দ করা যেত। অর্থাৎ দিনে ২ ঘণ্টা ৪০ মিনিট ভারতীয় চ্যানেল সম্প্রচার করতে পারত পাকিস্তানের চ্যানেলগুলো।
২ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে