শুক্রবার, ০২ সেপ্টেম্বর, ২০১৬, ০৪:৪৫:২৪

এক বানরে ৩০০ টাকা!

এক বানরে ৩০০ টাকা!

এক্সক্লুসিভ ডেস্ক : ক্ষতিকর হিসেবে চিহ্নিত করে বাঁনরদের মেরে ফেলার জন্য টাকা দিচ্ছে ভারতের হিমাচল প্রদেশ সরকার। একটি বাঁনর মারতে পারলে সেই ব্যক্তিকে ৩০০ টাকা করে দেয়া হবে বলে সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। বাঁনরদের গণনা ও অন্যান্য বিষয় সংক্রান্ত খবর সংগ্রহের জন্য শীগগিরই কন্ট্রোল রুম খুলবে হিমাচল প্রদেশের বন মন্ত্রনালয়। এর আগে বাঁনরদের বংশ যাতে বৃদ্ধি না হয় সেই চেষ্টা করেছিলেন সরকার। কিন্তু তাতেও সংখ্যা নিয়ন্ত্রণ সম্ভব হয়নি।

সার্ভে অনুযায়ী, হিমাচল প্রদেশে রয়েছে ২ লক্ষ বাঁনর। যাদের কারণে বছরে অন্তত ২০০ কোটি টাকার ক্ষতি হয় বলে জানা গিয়েছে। এক কর্মকর্তা জানিয়েছেন, বাঁনরদের বংশ যাতে বৃদ্ধি না হয় সেই চেষ্টা করেও কৃষকদের ক্ষতি থেক বাঁচানো সম্ভব হয়নি। তাই এমন উদ্যোগ নেয়া হয়েছে। জানা গিয়েছে, এর আগেও এই ধরনের উদ্যোগ নেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। এই সংক্রান্ত একটি মামলা এখনো পেন্ডিং রয়েছে হাইকোর্টে। এমন সিদ্ধান্ত নেয়ায় ক্ষুব্ধ পশুপ্রেমীরা। তারা এই বিষয়ে মানেকা গান্ধীর সাহায্য চাইবেন বলেও জানা গিয়েছে।
০২ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে