শুক্রবার, ০২ সেপ্টেম্বর, ২০১৬, ০৬:৪৪:৫৭

মাঝ আকাশে আত্মহত্যার চেষ্টা পাইলটের, প্রাণে বাঁচে ২০০ বিমানযাত্রী

মাঝ আকাশে আত্মহত্যার চেষ্টা পাইলটের, প্রাণে বাঁচে ২০০ বিমানযাত্রী

আন্তর্জাতিক ডেস্ক : পাইলটের খামখেয়ালির কারণে প্রাণ যেতে বসেছিল ২০০ বিমানযাত্রীর।  প্রায় মাস চারেক আগের এ ঘটনা সম্প্রতি জানাজানি হয়।  

জানা গেছে, এয়ার ইন্ডিয়ার ওই বিমানচালকের মানসিক স্থিতি অনেক সময়ই ঠিক থাকে না। মেজাজের তারতম্যের জেরেই আর একটু হলে যাত্রীবোঝাই বিমান নিয়ে আত্মহত্যা করতে যাচ্ছিলেন তিনি।

গত ২৮ এপ্রিল এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-এর এই ঘটনা মনে করিয়ে দেয় ২০১৫-এর মার্চে ফরাসি অ্যাল্পসে ধাক্কা মেরে জার্মানউইংস-এর টুকরো টুকরো হয়ে যাওয়া।

পাইলটের আত্মহত্যার জেরে সেবার প্রাণ গিয়েছিল ১৫০ জন যাত্রীর।  এয়ার ইন্ডিয়ার দিল্লি থেকে প্যারিসগামী বিমানের যাত্রীদের ভাগ্য অবশ্য অতটা খারাপ ছিল না।  কো-পাইলটের তত্‍পরতায় সে যাত্রায় রক্ষা পান তারা।

ওই বিমানের কো-পাইলটের করা অভিযোগ থেকে জানা গেছে যে, প্লেনটি যতটা উঁচুতে উড়তে পারে, তাকে তার থেকে বেশ খানিকটা বেশি অল্টিটিউডে নিয়ে গিয়েছিলেন চালক।

অতটা উঁচুতে ওঠার কারণে যান্ত্রিক ত্রুটি দেখা দিতে পারত।  আকাশেই টুকরো টুকরো হয়ে যাওয়ার আশঙ্কা ছিল প্রবল।  কিন্তু কো-পাইলটের বিষয়টি নজরে পড়ায় তড়িঘড়ি তিনি প্লেনটিকে খানিকটা নিচে নামিয়ে আনেন।

ওই বিমান চালকের কাউন্সেলিং করানো হয়। মানসিক অবসাদের জেরেই এমন কাণ্ড তিনি করেন বলে মনে করা হচ্ছে।  আপাতত তাকে বিমান ওড়ানোর দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে।

কিছুদিন চিকিত্‍সার পর তাকে কো-পাইলটের দায়িত্ব দিয়ে দেখা হবে বলে এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে।  এত বড় একটা কাণ্ড ঘটানোর পরও ওই পাইলটের বিরুদ্ধে সেরকম কোনো শাস্তিমূলক ব্যবস্থা কেন নেয়া হলো না, সে বিষয়ে প্রশ্ন উঠছে।
২ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে