শুক্রবার, ০২ সেপ্টেম্বর, ২০১৬, ০৮:২৬:৪০

দাউদ ইব্রাহিমকে ধরতে ভারত এবার যা করছে তা আগে কখনো করে নি!

দাউদ ইব্রাহিমকে ধরতে ভারত এবার যা করছে তা আগে কখনো করে নি!

আন্তর্জাতিক ডেস্ক : মোস্ট ওযান্টেড দুষ্কৃতিকারী দাউদ ইব্রাহিমকে ফাঁদে ফেলতে এবার নতুন করে জাল বিছাচ্ছে ভারত সরকার। দাউদ এবং তার কুখ্যাত ডি-কোম্পানিকে ধ্বংস করতে ভারতীয় গোয়েন্দাদের দিয়ে অভিনব ছক কষেছে সরকার।

"ইন্ডিয়া টু ডে" তে প্রকাশিত খবর অনুসারে, কেন্দ্রীয় সরকার পাঁচটা আলাদা তদন্তকারী দল তৈরি করছে দাউদ ও তার দলবলকে ধরতে। প্রায় ৫০ জন শীর্ষস্থানীয় তদন্তকারী থাকছেন এই দলে। সরকারের বিভিন্ন দফতর যেমন, আয়কর বিভাগ, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি), রিসার্চ অ্যান্ড অ্যানালেটিক্যাল উইং (র) এবং সিবিআই-এর ইন্টার পোল শাখার অফিসারদের নিয়ে তৈরি হচ্ছে এই ৫টি দল।

পাকিস্তানে দাউদের কার্যকলাপের উপর নজরদারি করা ছাড়াও এই বিশেষ তদন্তকারী দলগুলোকে দায়িত্ব দেয়া হয়েছে ভারতে বসবাসকারী দাউদ ঘনিষ্ঠদের উপর কড়া নজর খারতে। জানা যাচ্ছে, দাউদের এইসব আত্মীয় এবং কাছের লোকেরাই ভারতে দাউদ সাম্রাজ্য রক্ষা করছে। ১৯৯৩ সালের মুম্বাই হামলার মূল চক্রী এই কুখ্যাত দুষ্কৃতিকারী মোট ১১ জন খাস লোককে চিহ্নিত করেছে গোয়েন্দারা। এই ১১ জন ব্যক্তি ছড়িয়ে রয়েছে সারা পৃথিবী জুড়ে।

গোয়ান্দাদের রিপোর্ট থেকে আরো জানা যাচ্ছে যে, বর্তমানে দাউদের শারীরিক অবস্থা বেশ খারাপ এবং সে পাকিস্তানের করাচিতে একটি বাড়িতে শেখ ইসমাইল মার্চেন্ট নামে লুকিয়ে রয়েছে। সিবিআই-এর পক্ষ থেকে পাকিস্তানকে একটা বিচার বিভাগীয় অনুরেধ করা হয়েছে দাউদের গুটখা ব্যবসার হালহকিকত সম্পর্কে জানাতে। এই ব্যবসায় দাউদকে কোন কোন ভারতীয় ব্যবসায়ী সাহায্য করে সেটাও জানতে চাইছে ভারত।

সব মিলিয়ে দাউদকে ধরতে আঁটঘাঁট বেধে তৈরি ভারত, এবার শুধু তাকে জালে ফেলার অপেক্ষা।-জিনিউজ
০২ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে