শুক্রবার, ০২ সেপ্টেম্বর, ২০১৬, ১০:১২:৩৯

'রিলায়েন্সের হয়ে মডেলিং করে যান, ২০১৯-এ শিক্ষা দেবে শ্রমিকরা'!

'রিলায়েন্সের হয়ে মডেলিং করে যান, ২০১৯-এ শিক্ষা দেবে শ্রমিকরা'!

আন্তর্জাতিক ডেস্ক : বিভিন্ন সংবাদপত্রে দেয়া মুকেশ অম্বানির রিলায়েন্সের জিও ৪জি-র বিজ্ঞাপনে খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি থাকায় কটাক্ষ করলেন অরবিন্দ কেজরিয়াল। মোদিকে শ্লেষমিশ্রিত ট্যুইটার মন্তব্যে মুকেশ আম্বানির সংস্থার হয়ে ‘মডেলিং করা চালিয়ে যেতে’ বলেছেন দিল্লির আমআদমি পার্টির (আপ) সরকারের মুখ্যমন্ত্রী। তাকে ‘মিঃ রিলায়েন্স’ আখ্যা দিয়ে তার বিরুদ্ধে মুকেশের কোম্পানির হয়ে ‘খোলাখুলি বিজ্ঞাপন করা’র অভিযোগও এনেছেন কেজরিয়াল।

গতকালই জিও ৪জি সার্ভিস পরিষেবা ঘোষণা করেছে রিলায়েন্স। এদিন ভারতের বিভিন্ন সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে মোদি সরকারের ফ্ল্যাগশিপ ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পের জন্য ওই পরিষেবাকে উৎসর্গ করেছে তারা। সেই বিজ্ঞাপনেই রয়েছে প্রধানমন্ত্রীর মুখ। এতে আপত্তি তুলে দফায় দফায় ট্যুইট করে কেজরিয়াল বলেছেন, মোদিজী রিলায়েন্সের বিজ্ঞাপনের মডেলিং করে যান। দেশের শ্রমিকরা ২০১৯-এ আপনাকে উচিত শিক্ষা দেবে। প্রধানমন্ত্রী আজ মিঃ রিলায়েন্স। মোদিজী যে অম্বানিদের পকেটে, আর কোনো প্রমাণ লাগে সেটা বলতে? ভারতের প্রধানমন্ত্রী কিনা রিলায়েন্সের পণ্যের হয়ে খোলাখুলি ওকালতি করছেন।

গতকালই আনুষ্ঠানিক প্রকাশের মঞ্চে মুকেশ বলেছিলেন, প্রধানমন্ত্রী মোদির ডিজিটাল ভারতের স্বপ্নকে পূর্ণ করবে জিও। ভারতের ডিজিটাল চাহিদা মেটাতে জিও এক বৈপ্লবিক পদক্ষেপ, এও বলেছিলেন তিনি।
০২ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে