আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনের একটি নাইট মার্কেটে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাড়িয়েছে। এ ছাড়া আহত হয়েছেন কমপক্ষে ৬০ জন। তাদের অনেক কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ফলে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে দশটার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ বিস্ফোরণ ও হতাহতের খবর নিশ্চিত করেছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদরিগো দুর্দাতে’র একজন মুখপাত্র।
সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার রাত ১১টার দিকে দাভাও সিটির ওই মার্কেটে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর ঘটনাস্থলের উদ্দেশ্যে যাত্রা করেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদরিগো দুর্দাতে।
এ ঘটনায় সতর্কতা হিসেবে সবাইকে ঘরে অবস্থান করতে অনুরোধ জানিয়েছেন দাভাও-এর সিটি মেয়র পাওলো। এছাড়া ঘটনাস্থল সংলগ্ন সব পানাশালা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি।
এ ঘটনার একজন প্রত্যক্ষদর্শী সিএনএন ফিলিপিন্সকে জানান, বিপুল সংখ্যক মানুষ আহত হয়েছেন। তিনি নিজেই ৩০ জনেরও বেশি ব্যক্তিকে অ্যাম্বুলেন্সে উঠাতে দেখেছেন।
০৩ সেপ্টেম্বর, ২০১৬/সৈকত/এমএম