আন্তর্জাতিক ডেস্ক : ভারত ফারাক্কা বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশে বন্যা দেখা দিয়েছে-গণমাধ্যমের এমন সংবাদের সাথে দ্বিমত জানিয়েছে ভারত। শুক্রবার দেশটির হাইকমিশনের মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সেদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, ফারাক্কা বাঁধ দিয়ে স্বাভাবিক গতিতে পানি প্রবাহিত হচ্ছে।
ভারতের পানিসম্পদ মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবৃতিতে বলা হয়, প্রতিবছর বর্ষা মৌসুমে ফারাক্কা বাঁধ খোলা থাকে। এটা রুটিনের অংশ এবং বাঁধ খুলে না দেওয়ার কোনও বিকল্প নেই। এমনকি বাংলাদেশের পানিসম্পদ মন্ত্রীর বরাত দিয়ে বাংলাদেশের গণমাধ্যমই খবর ছাপিয়েছে, ভারত হঠাৎ করে ফারাক্কা বাঁধ খুলে দেয়নি। এবং বাংলাদেশে বড় ধরনের কোনও বন্যা হওয়ার আশঙ্কা নেই। আর ফারাক্কা বাঁধ খুলে দেওয়া নতুন কোনও ঘটনা নয়।
বিবৃতিতে আরও বলা হয়, ফারাক্কা বাঁধ খুলে দেওয়ার ক্ষেত্রে কোনও আভাস দেওয়া হয়নি। কারণ ভারত এটা স্বাভাবিক নিয়মে প্রতিবছরই করে থাকে। এ ছাড়া বাংলাদেশের আবহাওয়া অফিস গণমাধ্যমে জানিয়েছে, দেশে সম্প্রতি যে বন্যা দেখা দিয়েছে তা প্রাকৃতিক এবং আগস্ট মাসে তা অস্বাভাবিক কিছু নয়।
০৩ সেপ্টেম্বর, ২০১৬/সৈকত/এমএম