শনিবার, ০৩ সেপ্টেম্বর, ২০১৬, ১২:৩১:১২

এবার মেয়ের মৃতদেহ কাঁধে ৬ কিলোমিটার হাঁটলেন বাবা!

এবার মেয়ের মৃতদেহ কাঁধে ৬ কিলোমিটার হাঁটলেন বাবা!

আন্তর্জাতিক ডেস্ক: উড়িষ্যার কালাহান্ডি জেলায় স্ত্রীর মৃতদেহ কাঁধে নিয়ে ১০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছিলেন এক স্বামী। এই ঘটনার এক সপ্তাহ না পেরুতেই আবারও একই রকম ঘটনা ঘটলো।

তবে এবার উড়িষ্যার কালাহান্ডি নয়, উড়িষ্যার মালকানগিরি জেলায় ঘটনাটি ঘটেছে, যেখানে মেয়ের মৃতদেহ কোলে করে ৬ কিলোমিটার পথ হাঁটতে বাধ্য হলেন এক বাবা।
 
মালকানগিরি হাসপাতাল থেকে অসুস্থ মেয়ে নিয়ে জেলা হাসপাতাল যাচ্ছিলেন দিনবন্ধু খেমদু। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় অ্যাম্বুলেন্সেইই মৃত্যু হয় মেয়েটির।

মাঝ রাস্তায় অ্যাম্বুলেন্সের চালক তা জানতে পেরে গাড়ি থেকে নেমে যেতে বলে পরিবারটিকে। কোন উপায় দেখতে না পেয়ে অসহায় বাবা মেয়ের মৃতদেহ কোলে নিয়েই বাড়ির পথে রওনা দিতে বাধ্য হন।
 
রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময়ে এই ঘটনা জানাজানি হয়। এরপর স্থানীয় বাসিন্দারা এই ঘটনার খবর স্থানীয় ব্লক ডেভেলপমেন্ট অফিসারকে জানান। এবং তারা অনুরোধ করেন যাতে তারা বিকল্প কোন অ্যাম্বুলেন্স ব্যবস্থা করে দেন অসহায় এই পরিবারটির জন্য।
 
জেলা কালেক্টর কে সুদর্শন এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই জেলার মেডিক্যাল অফিসার উদয় শঙ্কর মিশ্রকে এই ঘটনায় উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেন।

মেডিক্যাল অফিসার উদয় শঙ্কর মিশ্রই বিকল্প অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন ওই পরিবারটির জন্য। তাই বাকি রাস্তা তাদের আর হেঁটে আসতে হয়নি।
 
উদয় শঙ্কর মিশ্র জানান, ঘটনাটি অত্যন্ত অমানবিক। আমি নিজে মালকানগিরি থানায় অভিযুক্ত চালকের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছি।

এর আগে উড়িষ্যাতেই দানা মাঝির ঘটনা সামনে এসেছিল। যেখানে অর্থের অভাবে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে না পেরে নিজের স্ত্রীর মৃতদেহ কাঁধে করে ১০ কিলোমিটার পথ হাঁটতে বাধ্য হয়েছিলেন দানা মাঝি।
৩ সেপ্টেম্বর,২০১৬/এমটি নিউজ২৪/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে