শনিবার, ০৩ সেপ্টেম্বর, ২০১৬, ০৮:২১:৪৮

১ টাকারও কম খরচে পাওয়া যাবে 1GB!

১ টাকারও কম খরচে পাওয়া যাবে 1GB!

আন্তর্জাতিক ডেস্ক : রিলায়েন্স জিও-কে ছাপিয়ে এবার আরো আকর্ষণীয় অফার দিতে চলেছে ভারতীয় BSNL. ব্রডব্যান্ড সার্ভিসে সস্তার অফার নিয়ে আসছে এই টেলিকম সংস্থা। একদিকে যখন, প্রতি জিবি ৫০ টাকার অফার দিচ্ছে রিলায়েন্স, তখন BSNL জানাচ্ছে তাদের অফার ১ টাকায় ১ জিবি। শীঘ্রই আনলিমিটেড ব্রডব্যান্ড সার্ভিসের একটি প্ল্যান নিয়ে আসছে তারা। এটি হবে প্রোমোশনাল। এরপর ১ টাকা প্রতি জিবি হিসেবে দেয়া হবে এই অফার।

সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, BSNL-এর এই অফারের নাম ‘Experience Unlimited BB 249’. ৯ সেপ্টেম্বর থেকে চালু হবে এই অফার। এই অফারের ফলে BSNL-এর নতুন গ্রাহক বাড়বে বলে মনে করা হচ্ছে। মানুষ ব্রডব্যান্ড পরিষেবার দিকে আগ্রহী হবে বলেও আশা প্রকাশ করেছেন BSNL-এর চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর অনুপম শ্রীবাস্তব। নতুন এই প্ল্যানে আনলিমিটেড ডাউনলোড করা যাবে। এই অফরে স্পিড থাকবে 2 Mbps. ২৪৯ টাকায় ৩০০ জিবি পর্যন্ত ডাউনলোড করা যাবে বলে জানানো হয়েছে। অর্থাৎ এক জিবিতে খরচ ১ টাকারও কম। ছ’মাস এই প্ল্যান করার পর পছন্দমত ব্রডব্যান্ডের অন্য কোনো প্ল্যান বেছে নিতে হবে গ্রাহককে।

সম্প্রতি রিলায়েন্সের চেয়ারম্যান মুকেশ অম্বানি জানিয়েছেন, প্রতি জিবিতে জিও-র রেট হবে ২৫-৫০ টাকা প্রতি জিবি। নির্ভর করবে ডেটা ব্যবহারের হারের উপর।-এবিপি আনন্দ
০৩ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে