আন্তর্জাতিক ডেস্ক : বারাক ওবামা চীনের মাটিতে নামার সঙ্গে সঙ্গেই বিতর্কে জড়াল চীন। এক চীনা অফিসারের অসভ্য আচরণ শিরোনামে নিয়ে এলো এই দেশকে। এক মার্কিন সাংবাদিকের উদ্দেশে ওই অফিসার চীৎকার করে বলে উঠলেন ‘এটা আমাদের দেশ (This is our country!).
শনিবার G20 সম্মেলনে যোগদিতে চীনে পৌঁছন মার্কিন প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট হিসেবে এটাই সম্ভবত তার শেষ এশিয়া সফর। আর এয়ারপোর্টে তাকে অভ্যর্থনা জানানোর সৌজন্য প্রদর্শনের মধ্যেই তাল কাটলেন ওই চীনা অফিসার। G20 সম্মেলন উপলক্ষে চূড়ান্ত নিরাপত্তা রয়েছে চীনে। এমনকি সেই নিরাপত্তা বলয় থেকে পরিত্রাণ পাননি আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুসান রাইজও। নিয়ম মেনে বোয়িং ৭৪৭-এ গিয়েছেন মার্কিন সাংবাদিকরাও। প্রেসিডেন্টের ছবি তুলতে সামনের সারিতেই ছিলেন তারা। কাছেই ছিলেন চীনা কর্মকর্তারাও। আচমকা ভিড়ের মধ্যে এক চীনা কর্মকর্তা চীৎকার করে ওঠেন এক হোয়াইট হাউসের সদস্যের উপর। মার্কিন সাংবাদিকদের দূরে সরে যাওয়ার নির্দেশ দিতে বলেন ওই মহিলা মার্কিন কর্মকর্তাকে।
মার্কিন অফিসার উত্তর দেন, এটা মার্কিন বিমান ও উনি মার্কিন প্রেসিডেন্ট। সঙ্গে সঙ্গে চীনা অফিসার ইংরেজিতে চিৎকার করে বলেন, “This is our country!” , “This is our airport!” এই নিয়ে বেশ উত্তেজনা ছড়ায়। চীনের থেকে এমন ব্যবহার আসা করা যায় না বলে উল্লেখ করেছেন সুসান রাইজ।-কলকাতা
০৩ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই