রবিবার, ০৪ সেপ্টেম্বর, ২০১৬, ১২:৫৬:৫৭

মাত্র ৯২ পয়সা খরচ করলেই মিলবে ১০ লাখ টাকার বিমা

মাত্র ৯২ পয়সা খরচ করলেই মিলবে ১০ লাখ টাকার বিমা

আন্তর্জাতিক ডেস্ক: দুর্ঘটনায় রেলযাত্রীদের ক্ষতিপূরণ দিতে রেকর্ড পরিমাণ অর্থ ফি বছর ভাণ্ডার থেকে খরচ করতে হয় রেলকে। এই বিপুল আর্থিক দায়ভার থেকে বের হতে এবার যাত্রীদের বিমা করানোর পথেই হাঁটছে রেল।

১০ টাকা নয়, ৯২ পয়সা বাড়তি দিলেই মিলবে ১০ লাখ টাকার রেল যাত্রা বিমা। প্রথমে ঠিক করা হয়েছিল, টিকিটের সঙ্গে অতিরিক্ত ১০ টাকা দিলে এই বিমা মিলবে। কিন্তু, তা কমিয়ে ৯২ পয়সা করেছে রেল।

যাত্রীদের এই বিমার জন্য রেল আইসিআইসিআই লোম্বার্ড, রয়্যাল সুন্দরম জেনারেল ইনস্যুরেন্স, শ্রীরাম জেনারেল ইনস্যুরেন্স-এর সঙ্গে চুক্তি বদ্ধ হয়েছে। রেলযাত্রীদের এই বিমার জন্য মোট ১৯টি সংস্থা আবেদন করেছিল। তার মধ্যে থেকে ৩টি সংস্থাকে বেছে নিয়েছে রেল।

তবে, ৫ বছরের নীচের বয়সি এবং বিদেশি যাত্রীদের ক্ষেত্রে এই বিমা কার্যকর হবে না। কনফার্মড বা আরএসি অথবা ওয়েটিং লিস্টে থাকা যাত্রীরা এই বীমার আওতায় থাকবেন। যদিও, টিকিট ক্যান্সেল করলে এই বিমার জন্য প্রদেয় অর্থ ফেরত পাওয়া যাবে না বলে জানিয়েছেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। তবে, এই মুহূর্তে লোকাল ট্রেনগুলিতে এই বিমা চালু করছে না রেল।

রেলযাত্রায় মৃত্যু হলে বা সারা জীবনের মতো পঙ্গু হয়ে গেলে ১০ লাখ বিমার পুরো অর্থই মিলবে। এক্ষেত্রে রেলযাত্রী বা তাঁর নমিনি অথবা উত্তরাধিকারীর হাতে এই অর্থ রেল তুলে দেবে। আংশিক পঙ্গুদের ক্ষেত্রে ৭.৫ লাখ টাকার বিমা রাশি প্রদেয় হবে। হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা করালে মিলবে ২ লাখ টাকার বিমা। দেহ নিয়ে যেতে ২ হাজার টাকার বিমা দেওয়া হবে।

কোনও ধরনের ট্রেন দুর্ঘটনা বা রেল সফরে অবাঞ্ছিত ঘটনার শিকার হলে অথবা, ট্রেনে জঙ্গি হামলার ঘটনা, ডাকাতি, দাঙ্গা বা গোলাগুলি চলার ঘটনায় ১০ লাখ টাকা এই বিমা কার্যকর হবে বলেও জানিয়েছেন রেলমন্ত্রী। এই বিমাকে ঘিরে যাত্রীদের মধ্যে ভালই সাড়া পড়েছে বলে জানিয়েছে রেল। প্রতি চার জন যাত্রীর মধ্যে ১ জন যাত্রী এই বিমা নিচ্ছেন বলে জানিয়েছ তাঁরা।-এবেলা

৩ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে