রবিবার, ০৪ সেপ্টেম্বর, ২০১৬, ১১:৪৫:৫৭

গুলশান হামলা, গোয়েন্দা সংখ্যা দ্বিগুণ করছে জাপান

গুলশান হামলা, গোয়েন্দা সংখ্যা দ্বিগুণ করছে জাপান

আন্তর্জাতিক ডেস্ক : রাজধানীর গুলশান হামলার প্রেক্ষাপটে গোয়েন্দা তথ্য সংগ্রহ ইউনিটে সদস্য সংখ্যা দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার। জঙ্গি হামলা প্রতিহত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির সরকারের শীর্ষ মুখপাত্র ইয়ুশিহিদে সুগা। তাছাড়া ২০২০ সালে টোকিওতে আয়োজিত হতে যাওয়া অলিম্পিক ও প্যারা অরিম্পিককে সামনে রেখেও নিরাপত্তা জোরদারের প্রস্তুতি শুরু হয়েছে।

রবিবার জাপানি সংবাদমাধ্যম জাপান টুডের এক প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের নিয়ন্ত্রণে পরিচালিত এ সন্ত্রাসবিরোধী গোয়েন্দা ইউনিটের বর্তমান সদস্য সংখ্যা ৪০। তবে এবার সে সংখ্যা বাড়িয়ে ৮০ করা হচ্ছে। মন্ত্রিসভার এক বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে গুলশান হামলার প্রসঙ্গ তুলে প্রধান মন্ত্রিপরিষদ সচিব ইয়ুশিহিদে সুগা বলেন, এ ধরনের জঙ্গি হামলা আগে থেকে প্রতিহত করা এবং জনগণের জীবন রক্ষা করাটা সরকারের সবচেয়ে বড় দায়িত্ব। আর তার জন্য গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজটি খুব জরুরি।

জাপান টুডের প্রতিবেদনে জানানো হয়, সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে তথ্য সংগ্রহের জন্য গত বছরের ডিসেম্বরে ইউনিটটি চালু করে জাপান সরকার। গোয়েন্দা তথ্য সংগ্রহ ইউনিটটির মোট লোকবলের প্রায় অর্ধেকই পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়, পুলিশ কিংবা দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন অঞ্চলে গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজে নিয়োজিতদের সমন্বয়ে গঠিত। বাকি অর্ধেকের মধ্যে রয়েছেন বিভিন্ন কূটনৈতিক মিশনে নিয়োজিত আঞ্চলিক বিশেষজ্ঞরা। নতুন সিদ্ধান্তের কারণে গোয়েন্দা ইউনিটটির দুটি ভাগেই এখন ৪০ জন করে লোকবল থাকবে। আগে তা ২০ জন করে ছিল।

উল্লেখ্য, গত ১ জুলাই ঢাকার গুলশানে হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলায় নিহতদের মধ্যে সাত জন ছিলেন জাপানি নাগরিক। হামলায় আরও একজন জাপানি আহত হন। ওই আট জাপানি নাগরিক জাইকার বিভিন্ন জরিপ প্রকল্পে পরামর্শক হিসেবে কাজ করতেন। ওই সময় তাঁদের কাজ ছিল ঢাকার যানবাহন চলাচলের উন্নয়নে অবকাঠোমো প্রকল্পের জরিপে সহায়তা।

এর আগে গত বছর অক্টোবরে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে সন্ত্রাসী হামলায় এক জাপানি নাগরিক নিহত হন। এর পর থেকেই বাংলাদেশ সরকার নিরাপত্তা জোরদার করে। একই সঙ্গে জাইকার পক্ষ থেকে তাদের সব কর্মকর্তাকে সতর্ক করা হয়। -বাংলা ট্রিবিউন
০৪ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে