রবিবার, ০৪ সেপ্টেম্বর, ২০১৬, ০৯:০২:২৭

নতুন প্রজাতির সিংহ আবিষ্কার

নতুন প্রজাতির সিংহ আবিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক: অষ্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের বিশ্ব ঐতিহ্য ঘোষিত রিভারস্লেই এলাকায় জীবাশ্ম নতুন প্রজাতির সিংহ আবিষ্কৃত হয়েছে এক দল গবেষক।

আবিষ্কারকারীরা বলছেন, ১৮ মিলিয়ন বছর আগে অষ্ট্রেলিয়ার রেইনফরেষ্টের সুউচ্চ গাছের চূড়া দিয়ে এরা ঘুরে বেড়াতো।

স্যার ডেভিড অ্যাটেনব্রোর সম্মানে আবিষ্কারক দল এবং এদের ছোট আকৃতির জন্য প্রজাতিটির নাম রাখেন মাইক্রোলিও অ্যাটেনব্রোঘি।
এই প্রজাতির নামকরণ তাঁর নামানুসারে করা হয় বিশ্ব প্রকৃতির ইতিহাস তুলে ধরার জন্য অ্যাটেনব্রোর যে আত্মোৎসর্গ, উদ্দিপনা এবং রিভারস্লেই বিশ্ব ঐতিহ্যের একজন জিবাশ্ম সংরক্ষক হওয়ার বিষয়টিকে সম্মান জানানোর জন্যই।
৪ আগস্ট,২০১৬/এমটি নিউজ২৪/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে