সোমবার, ০৫ সেপ্টেম্বর, ২০১৬, ১০:৩২:৩৩

সিরিয়ায় ৪০, আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২৪

সিরিয়ায় ৪০, আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২৪

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় সিরিজ বোমা হামলায় ৪০ এবং আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছেন ২৪ জন।

সিরিয়ার আসাদ সরকার নিয়ন্ত্রিত এলাকায় সিরিজ বোমা হামলার ঘটনায় নিহত হন তারা।  হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।
 
সোমবার সিরিয়ার তর্তুস, হমস, দামেস্ক ও হাসাকাহ এলাকায় এক ঘণ্টার মধ্যে চারটি বোমা হামলা করে। সবচেয়ে ভয়াবহ হামলাটি হয়েছে তর্তুস শহরে।  এ শহরে রাশিয়ার একটি নৌবহর রয়েছে।  

সবচেয়ে বেশি হতাহত হয়েছে তর্তুস শহরে।  সিরিয়ার রাষ্ট্রীয় সংস্থা সানা জানিয়েছে, হামলায় ৩০ জন নিহত ও ৪৫ জন আহত হয়েছেন।

হমস শহরে গাড়িবোমা হামলায় চারজন নিহত ও ১০ জন আহত হয়েছেন।  দামেস্কে হামলায় ১ জন নিহত হয়েছেন।  কুর্দি হাসাকাহতে হামলায় নিহত হয়েছেন ৫ জন।
 
জঙ্গি সংগঠন আইএস তাদের কথিত বার্তা সংস্থা আমাকের মাধ্যমে হামলার দায় স্বীকার করেছে। এ খবর দিয়েছে বিবিসি।

এদিকে আফগানিস্তানে জোড়া হামলায় নিহত হয়েছেন ২৪ জন। আহত হয়েছেন ৯১ জন। তালেবান এ হামলার দায় স্বীকার করেছে।
 
প্রথম বোমাটি দুর নিয়ন্ত্রিতভাবে বিস্ফোরণ করা হয়, দ্বিতীয়টি ছিল আত্মঘাতী হামলা।  নিহতদের মধ্যে একজন সেনাবাহিনীর জেনারেল ও দুজন শীর্ষস্থানীয় পুলিশ কর্মকর্তা রয়েছেন।

আফগান সেনাবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, নিহতদের মধ্যে পুলিশ, সেনা ও বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মচারীরা ছিল।
 
আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি বলেন, হামলাটি আফগানিস্তানের শত্রুরা করেছে, যারা নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে লড়াই করার সক্ষমতা হারিয়ে ফেলেছে।  
৫ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে