আন্তর্জাতিক ডেস্ক : কানাডার পূর্বাঞ্চলে একটি বৈদ্যুতিক তারের সঙ্গে ধাক্কা খেয়ে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে দুজন নিহত ও অপর একজন আহত হয়েছেন।
রোববার দেশটির কর্মকর্তারা এ কথা জানান।
নিউ ব্রুন্সউইক রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশের (আরসিএমপি) মুখপাত্র কর্পোরাল ড্যান স্মিথ বার্তা সংস্থা এএফপি’কে বলেন, হেলিকপ্টারটিতে তিন আরোহী ছিল।
বৈদ্যুতিক তারের সঙ্গে ধাক্কা খেয়ে এটি মাটিতে আছড়ে পড়ে এবং এরপর একটি নদীতে গিয়ে বিধ্বস্ত হয়।
তিনি বলেন, কুইকেব সীমান্তের কাছে হেলিকপ্টারটি কয়েকটি বৈদ্যুতিক তারের সঙ্গে ধাক্কা খায়। এগুলো ফ্লাটল্যান্ড এরিয়া অব নিউ ব্রুন্সউইক।
সরকারি সম্প্রচারকারী সংস্থা সিবিসি জানায়, রোববার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে দুর্ঘটনাটি ঘটে। এটি প্রধানত একটি পল্লী এলাকা। হেলিকপ্টারটি রেস্টিগোউচি নদীতে বিধ্বস্ত হয়।
এ দুর্ঘটনায় আহত আরোহীকে চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়েছে। তবে নিহতদের পরিচয় প্রকাশ করেনি আরসিএমপি।
৫ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম