আন্তর্জাতিক ডেস্ক: নতুন ব্লাড গ্রুপের সন্ধান পাওয়া গেছে ভারতে। ভারতের গুজরাটের চিকিৎসকরা খুঁজে পেয়েছেন নতুন এই গ্রুপ। নতুন এই ব্লাড গ্রুপের নাম দেওয়া হয়েছে 'INRA'। প্রথম দুটি অক্ষর ইন্ডিয়া থেকে ও পরের দুটি রক্তদাতার নামের অক্ষর থেকে নেওয়া হয়েছে। বিরল এই ব্লাড গ্রুপকে WHO-এর পক্ষ থেকেও স্বীকৃতি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, সম্প্রতি এক যুবকের রক্তের নমুনা জমা পড়ে গুজরাটের সুরাটের লোক সমর্পন রক্তদান ল্যাবরেটরিতে। সেখানে ওই রক্ত পরীক্ষা করে তিন চিকিৎসকের এক দল। পরীক্ষার ফলাফল দেখে চমকে যান চিকিৎসকরা। সাধারণ A, B, AB, O গ্রুপের রক্তের সঙ্গে মেলেনি ওই যুবকের রক্তের নমুনা।
এরপরই বিস্তারিত পরীক্ষার জন্য রক্তের নমুনা WHO-তে পাঠানো হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জানানো হয়, ওই রক্ত স্বতন্ত্র একটি গ্রুপের। এরপর সুরাটের চিকিৎসকরাই সিদ্ধান্ত নিয়ে নতুন ওই ব্লাড গ্রুপের নামকরণ করেন।-কলকাতা ২৪
৬ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/ফিরোজ/এফএ