আন্তর্জাতিক ডেস্ক : দুটি ছবি। ছবির কলাকুশলীরা প্রায় সবাই এক। কিন্তু পাশাপাশি রাখলেই বোঝা যাচ্ছে পার্থক্যটুকু। এ দুটি ছবি তোলার ব্যবধান হলো এক বছর। এই সময়ের মধ্যে বিশ্ব রাজনীতির পরিবর্তনও ছবিটির মধ্য দিয়ে বোঝা যেতে পারে। ছবির ব্যক্তিদের অভিব্যক্তিই বলে দেবে বদলে গেছে আসলে অনেক কিছুই।
ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের খবরে বলা হয়েছে, চলতি বছরের ছবি ও এর আগের আয়োজনের ছবি পাশাপাশি দুটি রেখে দেখানো হচ্ছে বিভিন্ন সামাজিক মাধ্যমে। সম্পূর্ণ বিপরীত চিত্র। আর তাতেই মন্তব্যে ভারে ভাইরাল হয়ে যাচ্ছে ছবিগুলো।
দুটো ছবিটি জি-২০ সম্মেলনে তোলা। একটি এ বছরের। আর একটি গত বছরের। দুটি ছবিতেই বিশ্বের ক্ষমতাধর ২০টি দেশের সরকার বা রাষ্ট্রনায়কেরা দাঁড়িয়ে আছেন। একটি ছবিতে দেখা যাচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
একটু দুরে দাঁড়িয়ে দেখছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। অপর একটি ছবিতে দেখা যাচ্ছে রিসেপ তাইয়েপ এরদোয়ান ও বারাক ওবামা কথা বলছেন। একটু দুরে দাঁড়িয়ে থেকে তা দেখছেন ভ্লাদিমির পুতিন। এই দুটি ছবিই সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে। এবার জি-২০ সম্মেলন হচ্ছে চীনে। প্রথম আলো
৬ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি