মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর, ২০১৬, ০৯:২৪:৪১

মা তুলে গালি দেওয়ায় দুয়ার্তের সঙ্গে বৈঠক বাতিল করলেন ওবামা

মা তুলে গালি দেওয়ায় দুয়ার্তের সঙ্গে বৈঠক বাতিল করলেন ওবামা

আন্তর্জাতিক ডেস্ক : মা তুলে গালি দেওয়ার জের ধরে ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তের সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। সোমবার মার্কিন প্রেসিডেন্টের প্রতিনিধিরা দুয়ার্তের সঙ্গে বৈঠক বাতিল করেন।

বৈঠকের আগে ওবামা জানিয়েছিলেন, দুয়ার্তে সঙ্গে আলোচনায় তিনি ফিলিপাইনে নেশা বিষয়ক বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়টি আলোচনা করবেন। ওবামার এ মন্তব্যের জবাবে সোমবার ওবামার মা তুলে গালি দিয়ে বিদ্বেষমূলক মন্তব্য করেন তিনি।

পূর্ব নির্ধারিত সফরসূচি অনুযায়ী মঙ্গলবার লাওসে পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে ওবামার সঙ্গে দুয়ার্তের সাক্ষাতের কথা ছিল। ফিলিপাইনের ‘বন্দুকভক্ত’ প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তে বলেছেন, তিনি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠকে বসতে তৈরি আছেন। কিন্তু মানবাধিকার নিয়ে প্রশ্ন তোলার আগে ওবামাকে তার কথা শুনতে হবে। এরআগে গত ৩১ আগস্ট একই ধরনের মন্তব্য করেন দুয়ার্তে।

লাওসে মানবাধিকার বিষয়ে আলোচনা করবেন কিনা, ৩১ আগস্ট বুধবার এমন প্রশ্নের জবাবে দুয়ার্তে বলেন, ‘তাদেরকে মানবাধিকার সম্পর্কে আলোচনার আগে সমস্যা সম্পর্কে বুঝতে হবে। আমি অনুরোধ করব, আমার কথা শুনুন: সমস্যা সম্পর্কে জানুন, এরপর আমরা আলোচনায় বসতে পারি।’ যুক্তরাষ্ট্রের কাছ থেকে মানবাধিকার বিষয়ক উপদেশ শুনতে রাজি নন বলে সাফ জানিয়ে দেন তিনি।

উল্লেখ্য, বন্দুকভক্ত হিসেবে পরিচিতি রয়েছে দুয়ার্তের। প্রেসিডেন্ট হওয়ার পরপরই শুরু হয় তার ‘নেশাবিরোধী যুদ্ধ’। দুয়ার্তে ফিলিপাইন থেকে নেশাজাত দ্রব্য পাচারকারীদের নির্মূলের পণ করেন। আর ওই অভিযানে সংঘটিত বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ওয়াশিংটন। সেখানে এক বিবৃতিতে ফিলিপাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রেসিডেন্ট ওবামার সঙ্গে এই সাক্ষাতের সুযোগে দুয়ার্তে তার নেশাজাত দ্রব্য বিরোধী অভিযান সম্পর্কে তাকে বর্ণনা করতে পারবেন।

তবে লাওসে সম্মেলনে যোগ দেওয়ার উদ্দেশ্যে বিমানে ওঠার আগে ওবামাকে হঠাৎ করেই মা তুলে গাল দিয়ে দুয়ার্তে বলেন, ‘আপনাকে সম্মান করতে জানতে হবে। আপনি প্রশ্ন আর বিবৃতি ছুড়ে ফেলতে পারেন না।’

এদিকে, দুয়ার্তের এই মন্তব্যের প্রেক্ষিতে তাকে ‘রঙিন মানুষ’ বলে অভিহিত করে এই বৈঠকের আদৌ প্রয়োজন আছে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন ওবামা। তিনি বলেন, ‘আমি সবসময়ই এমন বৈঠক করতে চাই যা ফলপ্রসূ হবে এবং যেখান থেকে আমরা কিছু একটা করে উঠতে পারবো।’

 তিনি আরও বলেন, ‘আমার সঙ্গে আপনি এমনটা করলে আমরা শুয়োরের মতো কাদার মধ্যে ফুলে উঠবো।’  সূত্র: বিবিসি, দ্য টাইমস অব ইন্ডিয়া
০৬ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে