মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর, ২০১৬, ১০:৩৪:০৪

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মোদি-ওবামা

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মোদি-ওবামা

আন্তর্জাতিক ডেস্ক : G20 সামিট চলছে চীনের হাংঝৌতে। সুতরাং শহর জুড়ে এখন চাঁদের হাট। কে নেই সেখানে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা থেকে শুরু করে নয়া ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে। বাদ নেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। সম্মেলনের ফাঁকে ফাঁকে সাক্ষাৎ সেরে নিচ্ছেন একে অপরের সঙ্গে।

আর মোদির সঙ্গে ওবামার বন্ধুত্বের কথা তো সবারই জানা। তাদেরকেও একসঙ্গে দেখা গিয়েছে কয়েকবার। সে ছবিও প্রকাশ্যে এসেছে আগেই। তবে এবার ভাইরাল হলো এক মজাদার ছবি। মোদি ও ওবামার এক বিশেষ মুহূর্তের ছবি তুলেছেন কোন এক ফটোগ্রাফার। যেখানে দেখা যাচ্ছে, সামনে হেঁটে যাচ্ছেন ওবামা। আর তার পিছনে আঙুল উঁচিয়ে যাচ্ছেন মোদি। ঠিক যেন ওবামাকে কোন সাবধানবাণী শোনাচ্ছেন মোদি।

এই ছবি সামনে আসতেই সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়াছড়ি। আসছে একের পর এক মজাদার কমেন্টস।-কলকাতা ২৪
০৬ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে