বুধবার, ০৭ সেপ্টেম্বর, ২০১৬, ১২:৪৯:০৩

শুধু অফিস সাজাতেই স্মৃতির খরচ ৭০ লক্ষ!

শুধু অফিস সাজাতেই স্মৃতির খরচ ৭০ লক্ষ!

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেন্দ্রীয় মন্ত্রীর অফিস। তাই একটু চাকচিক্য থাকা স্বাভাবিক। আর তা করতে গিয়েই সরকারি কোষাগার থেকে গচ্চা গিয়েছে কোটি কোটি টাকা। জানা যাচ্ছে, মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী থাকাকালীন শুধু স্মৃতি ইরানিই অফিস সাজাতে খরচ করেছিলেন প্রায় সত্তর লক্ষ টাকা।

সম্প্রতি তথ্য জানার অধিকার আইনে উঠে এল এই ব্যয়ের অঙ্ক৷ জানতে চাওয়া হয়েছিল, কেন্দ্রীয় মন্ত্রীদের অফিস মেরামতি ও সাজানো বাবদ সরকারি ব্যয়ের পরিমাণ৷ তাতে দেখা যাচ্ছে, মোদি সরকারের গুরুত্বপূর্ণ চার মন্ত্রীর অফিস-বাবদ তেমন কোনও ব্যয় নেই বললেই চলে। এঁরা হলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ এবং অর্থমন্ত্রী অরুণ জেটলি৷ কিন্তু উল্টোদিকে খরচের প্রায় বন্যা দেখা দিয়েছে কোনও কোনও মন্ত্রীর অফিস তৈরির ক্ষেত্রে৷ যেমন স্মৃতি ইরানি।

বর্তমানে তিনি বস্ত্রমন্ত্রকের দায়িত্বে৷ তবে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকে থাকাকালীন অফিস মেরামতিতে খরচ হয়েছিল প্রায় ১.১৬ কোটি টাকা৷ যার মধ্যে অফিস সাজানোরই খরচ ছিল শুধু ৭০ লক্ষ টাকা৷ কাচের দেওয়াল, কাঠের মেঝে এবং কনফারেন্স রুম তৈরি করতেই ব্যয় বেশি হয়েছিল বলেও জানা যাচ্ছে৷ কিন্তু কেন স্রেফ অফিসের পিছনে এত টাকা খরচ করতে হল সরকারকে, তা নিয়ে অবশ্য কোনও সদুত্তর দিতে পারেনি মন্ত্রক।

শুধু স্মৃতিই নন, খরুচের তালিকায় আছেন বেশ কয়েকজন মন্ত্রী৷ সাধারণ নিয়ম অনুযায়ী মন্ত্রীদের অফিসে আসবাব ইত্যাদির জন্য বরাদ্দ ২ লক্ষ টাকা এবং বৈদ্যুতিক কাজকর্মের জন্য বরাদ্দ ১ লক্ষ টাকা৷ তবে কোনও কোনও মন্ত্রীর ক্ষেত্রে এ নিয়ম যে হালে পানি পায়নি, তা স্মৃতির অফিস সাজানোর খরচের অঙ্কই প্রমাণ করছে। -সংবাদ প্রতিদিন
০৭ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে