বুধবার, ০৭ সেপ্টেম্বর, ২০১৬, ০১:৪১:০১

ইরানের নেতারা মুসলমান নয়: সৌদি গ্র্যান্ড মুফতি

ইরানের নেতারা মুসলমান নয়: সৌদি গ্র্যান্ড মুফতি

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের গ্র্যান্ড মুফতি বলেছেন, ‘তেহরানের নেতারা মুসলমান নন।’ সৌদি গত বছরে দুর্ঘটনায় হাজিদের মৃত্যুতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি সৌদি আরবকে অভিযুক্ত মনে করার ঠিক একদিন পরই সৌদি ধর্মীয় নেতা এ কথা বলেন।

আলজাজিরার খবরে বলা হয়, এ ধরনের বিতর্কিত মন্তব্য দেশ দুটোর সম্পর্কে নতুন করে বৈরিতা সৃষ্টি করতে পারে।

সৌদি গ্র্যান্ড মুফতি আব্দুল আজিজ আল শেখ স্থানীয় গণমাধ্যমকে জানান, দুর্ঘটনার জন্য খোমেনির সৌদি আরবকে দায়ী করা অস্বাভাবিক কিছু নয়। কারণ ইরানীরা হচ্ছে ‘মাজুজের’ বংশধর।

অগ্নি উপাসকদের বলা হয় মাজুজ। ইসলামী শাসনের আগে ইরানে অগ্নি উপাসক, খ্রীস্টান ও মুসলমান সবাই থাকত।

আব্দুল আজিজ আরও বলেন, ‘আমাদের অবশ্যই বুঝতে হবে তারা মুসলমান নন। তারা মাজুজের বংশধর এবং তাদের শত্রুই হচ্ছে ইসলাম। বিশেষ করে সুন্নিদের সঙ্গে পুরনো শত্রুতা।

এদিকে খোমেনি ওয়েবসাইটে লিখেছেন, ‘হৃদয়হীন ও খুনি সৌদিরা স্বাস্থ্যসেবা দেওয়ার পরিবর্তে আহতদের সঙ্গে মৃতদের মতো আচরণ করেছে। তারাই (সৌদি) হাজিদের হত্যা করেছে।’

গত বছর হজের সময় দুর্ঘটনায় ১৯৯০ জন হাজির মৃত্যু হয়েছিল সৌদি আরবে। নিহতদের মধ্যে প্রায় ৪০০ জনই ছিল ইরানী নাগরিক।
০৭ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে