আন্তর্জাতিক ডেস্ক : বিয়ের তিনদিনের মাথায় একই দড়িতে ঝুলে আত্মহত্যা করেছে নবদম্পতি। ঝুলন্ত অবস্থায় তাদের মৃতদেহ উদ্ধার করা হয়৷
ঘটনাটি ঘটে বুধবার ভোরে কাঁথির ভূপতিনগরে৷ মৃত নবদম্পতিরা হলেন নারায়ণ মাইতি (২৩) ও রাইমা মণ্ডল (১৯)৷ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে৷
পুলিশের প্রাথমিক ধারণা, নববিবাহিত স্বামী-স্ত্রী ভিন্ন ধর্মাবলম্বী হওয়ায় তাদের ওপর সামাজিক ‘চাপ’ আসছিল৷ সেই চাপ থেকেই মুক্তি পেতে তারা আত্মহত্যার সিদ্ধান্ত নেন৷
কাঁথি মহকুমার পুলিশ কর্মকর্তা ইন্দিরা মুখোপাধ্যায় বলেন, একই দড়িতে ঝুলন্ত অবস্থায় দু’টি দেহ উদ্ধার হয়৷ মেয়েটির বাড়ির ঠিকানা এখনো পর্যন্ত পাওয়া যায়নি৷ খোঁজ চলছে৷
জানা গেছে, ভূপতিনগরের কাঁটাপুকুর গ্রামের বাসিন্দা হিন্দু ধর্মাবলম্বী নারায়ণের সঙ্গে এ বছরের ৪ সেপ্টেম্বর বিয়ে হয় বারাসতের বাসিন্দা ইসলাম ধর্মাবলম্বী রাইমার৷
রাইমার পরিবারের মত ছিল না এ বিয়েতে৷ বাধ্য হয়ে পালিয়ে বিয়ে করেন প্রেমিক যুগল৷ বিয়ের পর রাইমাকে নিজের বাড়িতে নিয়ে আসেন নারায়ণ৷
পেশায় মৎস্যজীবী নারায়ণের বাবা সে সময় বাড়ি ছিলেন না৷ তার মা বিয়েটা মেনে নিলেও প্রতিবেশীরা মানেনি বলে অভিযোগ৷ ভিন্ন ধর্মের মেয়েকে বিয়ে করার দায়ে প্রতিবেশীরা মাইতি পরিবারকে ‘একঘরে’ করে দেয়ার হুমকি দেয় বলেও অভিযোগ৷
এদিকে পুলিশ জানিয়েছে, মৃতদেহের পাশ থেকে রাইমা মণ্ডলের লেখা একটি সুইসাইড নোট মিলেছে৷ তাতে রাইমা লিখেছেন, বিয়ের পর থেকে তার সাবেক প্রেমিক নানা কুৎসা ছড়াচ্ছিল তাদের নামে৷ সেই জন্যই এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি৷
৭ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম