বুধবার, ০৭ সেপ্টেম্বর, ২০১৬, ০৭:৫১:১০

লাইসেন্স, গাড়ির কাগজপত্র নিয়ে রাস্তায় বেরনোর ঝামেলা শেষ, আসছে নতুন প্রযুক্তি

লাইসেন্স, গাড়ির কাগজপত্র নিয়ে রাস্তায় বেরনোর ঝামেলা শেষ, আসছে নতুন প্রযুক্তি

আন্তর্জাতিক ডেস্ক : দু’চাকা হোক অথবা চার চাকা, গাড়ি নিয়ে রাস্তায় বেরলে ড্রাইভিং লাইসেন্স-সহ গাড়ির সমস্ত কাগজপত্র থাকাটা বাধ্যতামূলক। না হলে পুলিশি হয়রানি অবধারিত। অন্যদিকে কোনো গাড়ির চালক ট্রাফিক নিয়ম ভাঙার পরে তার কাছে লাইসেন্স না পেলে পুলিশের পক্ষেও চালকের সম্পর্কে সঠিক তথ্য যাচাইয়ে সমস্যা হয়।

এই সমস্ত জটিলতা মেটাতেই নতুন একটি প্রযুক্তি আনতে চলেছে ভারতের কেন্দ্রীয় সরকার। আগামী কয়েকদিনের মধ্যেই কেন্দ্রীয় পরিবহণ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রনালয়ের পক্ষ থেকে 'Digilocker+' নামে এই প্রযুক্তি চালু করা হবে। এটি একটি ভার্চুয়াল অ্যাকাউন্ট যেখানে দেশের সমস্ত গাড়ি চালকের লাইসেন্স এবং গাড়ির যাবতীয় কাগজপত্রের স্ক্যানড কপি রাখা থাকবে। এই ডিজিলকারে নিজস্ব অ্যাকাউন্ট থাকলে পকেটে করে লাইসেন্স বা গাড়ির অন্যান্য কাগজপত্রের হার্ডকপি নিয়ে বেরনোর প্রয়োজন থাকবে না। তবে অ্যাকাউন্ট খোলার জন্য আধার কার্ড নম্বর লাগবে। যার লাইসেন্স তার মোবাইল নম্বরের সঙ্গে এই অ্যাকাউন্টটি লিংক করে দেয়া হবে।

এর ফলে সরকারের পক্ষ থেকেও কেন্দ্রীয়ভাবে দেশের সমস্ত গাড়ি এবং গাড়ির চালকদের উপরেও নজর রাখা সম্ভব হবে। পুলিশ প্রয়োজনে দেশের যে কোনো প্রান্ত থেকে এই ‘ডিজিলকার’-এর মাধ্যমে যে কোনো জায়গার চালক এবং তার গাড়ির কাগজপত্র পরীক্ষা করে দেখতে পারবে। গাড়ির চালক বা মালিকেরাও একটি অ্যাপের সাহায্যে এই অ্যাকাউন্ট থেকে নিজেদের কাগজপত্র এবং লাইসেন্স দেখতে পারবেন। একইভাবে পুলিশও একটি অ্যাপের সাহায্যেই যে কোনো ব্যক্তির লাইসেন্স এবং গাড়ির অন্যান্য কাগজপত্র খতিয়ে দেখতে পারবে। এই অ্যাকাউন্টে সমস্ত তথ্য রাখা যথেষ্ট নিরাপদ বলেই দাবি করা হচ্ছে।-এবেলা
০৭ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে