আন্তর্জাতিক ডেস্ক: আজই বাজারে আত্মপ্রকাশ করল অ্যাপেল আইফোন সেভেন। অত্যাধুনিক ফিচার্স যুক্ত এই ফোনটি নতুন দিগন্ত নিয়ে আসতে চলেছে বলে মনে করা হচ্ছে। অন্তত এমনটাই দাবি ফোনটির নির্মাতাদের।
এক নজরে দেখে নেওয়া যাক কী কী ফিচার্স রয়েছে এই ফোনে-
১) মোট পাঁচটি রঙে পাওয়া যাবে এই ফোনটি। প্রতিটি ফোনেই গ্লোসি ফিনিস থাকছে, যা গ্রাহকদের আকর্ষণ করতে বাধ্য।
২) এবার থেকে ১৬ জিবি ইন্টারন্যাল স্টোরেজের দিন শেষ। আইফোন সেভেন সিরিজ শুরুই হচ্ছে ৩২ জিবি স্টোরেজ নিয়ে। সেই সঙ্গে থাকছে ৬৪ জিবি ও ১২৮ জিবির ফোনও।
৩) প্রতিটি অ্যাপ ঠিকমত ও দ্রুত কাজ করার জন্য থাকছে ৩ ও ২ জিবি RAM-এর সাপোর্ট। ফলে ফোনটি হতে চলেছে আরও বেশি কার্যকরি।
৪) এই ফোনটিতে থাকছে সুফারফাস্ট A10 চিপসেট। আর এর ফলেই ফোনের প্রসেসরটি কাজ করবে দুরন্ত গতিতে।-জিনিউজ
০৮ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ