আন্তর্জাতিক ডেস্ক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের অধিবাসীরা বৃহস্পতিবার থেকে ফ্রি ওয়াইফাই ব্যবহার করতে পারবেন। ফ্রি ওয়াইফাই ব্যবহারের সুযোগ ১৭ সেপ্টেম্বর শনিবার পর্যন্ত থাকবে।
বুধবার আমিরাত টেলিকম অপারেটর কোম্পানি "এতিসালাত" এর পক্ষ হতে এ ঘোষণা দেওয়া হয়।
এতিসালাত সিম দ্বারা আমিরাত জুড়ে ৩০০ জনেরও বেশি বিশিষ্ট পাবলিক স্থানে, মল, রেস্টুরেন্ট এবং ক্যাফেসহ গ্রাহকদের মোবাইল ডিভাইস ব্যবহার করে ইন্টারনেটের সঙ্গে সংযোগ করতে পারবে।
আরো বিস্তারিত জানার জন্য www.etisalat.ae এবং এতিসালাত ওয়াইফাই হটস্পট অবস্থানে খুঁজে পেতে, www.etisalat.ae/wifi সম্মুখের লগ ইন করতে বলা হয়েছে।
০৮ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম