আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রীর বাড়িতে মৃত্যুর খবর। অকালেই চলে গেলেন নরেন্দ্র মোদির ভাইঝি নিকুঞ্জাবেন মোদি। দীর্ঘদিন ধরে হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪১ বছর।
বুধবার প্রধানমন্ত্রীর পরিবারের বরাদ দিয়ে টাইমস অব ইন্ডিয়ায় বলা হয়েছে, নরেন্দ্র মোদির ছোট ভাই প্রহ্লাদভাইয়ের মেয়ে নিকুঞ্জাবেন মঙ্গলবার মারা গেছেন।
গুজরাতের বোপাল এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন তিনি। তার স্বামী জগদীশভাই একটি বেসরকারি কোম্পানিতে কাজ করেন। একটি ১২ বছরের ছেলে আছে তাদের।
নিকুঞ্জাবেন স্কুলের বাচ্চাদের পড়ানোর পাশাপাশি বাড়িতে বলে জামা-কাপড় সেলাইও করতেন। হৃদরোগের সমস্যার জন্য তিনি আমেদাবাদের প্রখ্যাত হার্ট সার্জেন আরকে প্যাটেলের কাছে চিকিত্সা করাচ্ছিলেন।
নরেন্দ্র মোদির ছোট ভাই তথা নিকুঞ্জাবেনের বাবা জগদীশভাই গুজরাতে একটি ন্যায্যমূল্যের দোকান চালান। তিনি অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের সহ-সভাপতি।
৮ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম