আন্তর্জাতিক ডেস্ক : স্বামীকে স্মার্টফোনের লক কোডটা দিতে অস্বীকার করেছিলেন স্ত্রী। এতে সন্দেহটা আরো ঘনীভূত হয়।
অবশেষে তার রেশ গড়াল মৃত্যুতে। দুই বন্ধুকে ৮০,০০০ টাকা দিয়ে স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করালেন স্বামী। পরদিন মায়ের মৃতদেহটি পড়ে থাকতে দেখে সবাইকে খবর দেয় তাদের ৪ বছরের কন্যা।
এ ঘটনায় উত্তরপ্রদেশের ঝাঁসিতে বুধবার অভিযুক্ত স্বামী বিনীত কুমার দিবাকরকে গ্রেপ্তার করে পুলিশ। প্রথমে তিনি নিজেকে নির্দোষ দাবি করলেও পুলিশের জেরার মুখে ভেঙে পড়েন তিনি। স্বীকার করেন, স্মার্টফোনের লক কোড দিতে না চাওয়ায় স্ত্রী পুনমকে খুন করিয়েছেন।
বিনীত পুলিশকে জানান, গত মাসে স্মার্টফোনটি কেনার পর থেকেই আচরণ পাল্টে যায় পুনমের। ও আমাকে আর আমাদের চার বছরের সন্তানকে অবজ্ঞা করতে শুরু করে। ওর ফোনটা যাতে অন্য কেউ খুলতে না পারে, সেজন্য ও ওর ফোনটায় প্যাটার্ন লক ইনস্টল করেছিল।
এরপর স্ত্রীকে খুন করার পরিকল্পনা করেন বিনীত। তিনি তার দুই বন্ধু লক্ষ্মণ ও কমলকে ৮০,০০০ টাকা দিয়ে খুন করান।
পুলিশের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, কানপুরে তারা যেই বাড়িতে থাকত, সেখানে দুই বন্ধুকে ডাকেন তিনি। ব্যবসার কাজে ঝাঁসিতে থাকা পুনমকেও কানপুরে ডেকে নেন বিনীত।
অনেক রাতে বিনীতের দুই বন্ধু বাড়িতে ঢুকে শ্বাসরোধ করে পুনমকে খুন করে। পুলিশের চোখে ধুলো দিতে ঘরের জিনিসপত্র ওলটপালট করে টাকা পয়সা, গয়নাগাটি লুট করে পালান তারা।
৮ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম