আন্তর্জাতিক ডেস্ক: এমন স্বৈরাচার দেখলে হীরকের রাজাও বোধহয় লজ্জা পেতেন! একজন প্রশাসক হিসেবে কিম জং উন কেমন, উত্তর কোরিয়ার মানুষ মাত্র বিলক্ষণ জানেন। এ বার সেখানে মুখ খোলাও বন্ধ। চোখে দেখলেও মুখে কিছু বলা যাবে না। মানে, 'হীরকের রাজা ভগবান'-এর মতোই কিমের স্তুতি গাইলে ভালো, নইলে শাস্তি নিশ্চিত।
উত্তর কোরিয়ার একটি সূত্রের উল্লেখ করে 'রেডিয়ো ফ্রি এশিয়া' (RFA) জানিয়েছে, উত্তর কোরিয়ায় কিমকে বিদ্রুপ করা যাবে না। সরাসরি তো নয়ই, এমনকী পরোক্ষেও দেশের সুপ্রিম এই নেতাকে নিয়ে কেউ বিদ্রুপ করতে পারবে না।
সরকারি উদ্যোগে গত অগস্ট থেকে জনসভা করেও এই নিষেধাজ্ঞার কথা জানানো হচ্ছে। মোদ্দা কথাই হল, 'মুখ বন্ধ রাখো।' এর পরেও কেউ বিদ্রুপ করার স্পর্ধা দেখালে, তাঁকে যে শাস্তির মুখে পড়তে হবে, সেই হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
যে ব্যক্তি হাই তোলার জন্য শীর্ষ সেনা আধিকারিককে পর্যন্ত কামানের গোলায় উড়িয়ে দিতে দ্বিধা করেন না, সেই কিমের শাস্তি মানে যে কী, তা উত্তর কোরিয়ার নাগরিকদের অজানা নয়। অতএব, মুখবন্ধ, বোবার যে শত্রু নেই।-এই সময়
৯ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ