শুক্রবার, ০৯ সেপ্টেম্বর, ২০১৬, ০৪:২৫:০৫

ঋণ পরিশোধ করতে কোলের সন্তানকে বিক্রি করলেন দম্পতি!

ঋণ পরিশোধ করতে কোলের সন্তানকে বিক্রি করলেন দম্পতি!

আন্তর্জাতিক ডেস্ক: মা-বাবা ঋণে জর্জরিত। বিপুল ঋণ মেটাতে তাই কোলের সন্তানকেই শেষ পর্যন্ত বিক্রি! হ্যাঁ, এমনই নির্মম ঘটনার সাক্ষী হল কানপুর। দেনা মেটাতে সন্তানকে বিক্রি করার অভিযোগ উঠল এক দম্পতির বিরুদ্ধে। ওই দম্পতি ও যে ব্যক্তি শিশুটিকে কিনেছে, সকলকেই গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রের খবর, বছর ৪০-এর খালিদ ও তাঁর স্ত্রী সইদা (৩৫) কানপুরের বাবুপুরওয়া এলাকায় একটি চায়ের দোকান রয়েছে তাঁদের। ওই দম্পতি কিছু লোকের থেকে চড়া সুদে ৫০ হাজার টাকা ধার করেছিলেন। কিন্তু ঋণের টাকা কিছুতেই মেটাতে পারছিলেন না। ঋণ শোধ করতে গিয়ে দেনা আরও বাড়ছিল। এদিকে পাওনাদাররা টাকা চেয়ে নানা ভাবে হেনস্থা করা শুরু করে ওই দম্পতির। শেষ পর্যন্ত ধার শোধ করতে ছোট ছেলে ফৈয়াজকে বিক্রির সিদ্ধান্ত নেন তাঁরা।

গত ২০ জুলাই হারুন নামে স্থানীয় এক কার্পেট ব্যবসায়ীর কাছে ১ লক্ষ ৬০ হাজার টাকায় সন্তানকে বিক্রি করে দেন ৫ সন্তানের মা-বাবা খালিদ ও সইদা। বিক্রির কিছু দিন পরেই ওই দম্পতি ঠিক করেন, সন্তানকে ফেরাতে হবে। এবং থানায় একটি মিসিং ডায়েরি করেন। ২২ জুলাই পুলিশ তদন্তে নেমে জানতে পারে সন্তানকে তাঁরা বিক্রি করেছেন। খালিদের বাড়ি থেকে ৬০ হাজার টাকা নগদ উদ্ধার করেছে পুলিশ।-এই সময়

৯ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে