শুক্রবার, ০৯ সেপ্টেম্বর, ২০১৬, ০৯:০৮:২৬

কেঁপে উঠল উত্তর কোরিয়া, ভূমিকম্প নাকি পারমানবিক পরীক্ষা ?

কেঁপে উঠল উত্তর কোরিয়া, ভূমিকম্প নাকি পারমানবিক পরীক্ষা ?

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ায় পাঁচ দশমিক তিন মাত্রার একটি ভূমিকম্প সনাক্ত হয়েছে। এ কম্পন ভূমিকম্পের নাকি পারমানবিক পরীক্ষার তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।

দেশটি তাদের পঞ্চম পারমানবিক পরীক্ষা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই ভূকম্পন কৃত্রিম বলে বলছে দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম।

যে এলাকায় ওই ভূমিকম্প হয়েছে বলে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ বলছে, সেটি উত্তর কোরিয়ার পারমানবিক পরীক্ষা ক্ষেত্র। তবে এখনো এই বিষয়ে দেশটি কোন ঘোষণা দেয়নি।

যদিও দেশটির বিরুদ্ধে পারমানবিক বা ক্ষেপণাস্ত্র প্রযুক্তির কোন পরীক্ষা নিরীক্ষা চালাতে জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে।

কিন্তু গত জানুয়ারি মাসেই নিজেদের সর্বশেষ পারমানবিক পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া। এরপরে আরো কয়েক দফায় দেশটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষাও চালিয়েছে।
০৯ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে