এম, আবদুল মন্নান: সংযুক্ত আরব আমিরাত প্রধানমন্ত্রী ও ভাইস প্রেসিডেন্ট, দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশীদ আল মাকতুম পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে দুবাইয়ের ৪৮৮ বন্দিকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার দুবাইয়ের অ্যাটর্নি জেনারেল এসাম ঈসা আল হুমাইদান সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান। তিনি আরো জানান, আমিরাত প্রধানমন্ত্রী ও ভাইস প্রেসিডেন্ট, দুবাইয়ের শাসক এর বিশেষ ক্ষমতাবলে বন্দিদের মুক্তি দেওয়া হচ্ছে।
উল্লেখ্য যে গত বুধবার আমিরাত প্রেসিডেন্ট শেখ খলীফা বিন জায়েদ আল নাহিয়ান,
শারজাহ শাসক ও আজমান শাসক ঈদ উপলক্ষে পৃথক পৃথক ভাবে মোট ৬ ৮২ জন বন্দি কয়েদিকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন।
প্রতিবছর দুই ঈদ ও আমিরাতের জাতীয় দিবসে( ২ ডিসেম্বর)আমিরাতের প্রেসিডেন্ট, দুবাইয়ের শাসক ও অন্যান্য প্রদেশের শাসকগণ বিশেষ বিবেচনায় জেলে বন্দী থাকা কয়েদীদের আগাম মুক্তি দেন। -কালের কণ্ঠ।
০৯ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম