শুক্রবার, ০৯ সেপ্টেম্বর, ২০১৬, ০৩:৩৮:০১

সোনা পাচারে জিনস প্যান্টের বোতাম, কৌশল দেখে মাথা খারাপ কাস্টমসে!

সোনা পাচারে জিনস প্যান্টের বোতাম, কৌশল দেখে মাথা খারাপ কাস্টমসে!

আন্তর্জাতিক ডেস্ক : সোনা পাচারে জিনস প্যান্ট, কৌশল দেখে মাথা খারাপ হওয়া অবস্থা কাস্টমস কর্মকর্তাদের! খাঁটি সোনা দিয়ে জিনসের প্যান্টের বোতাম বানিয়ে অভিনব কৌশলে পাচারকালে আটক করা হয় চার যাত্রীকে।

সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে এমন খবর পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কাস্টমসকে ধোঁকা দিতে সেই সোনার বোতামে প্লাস্টিকের কোটিং বসানো হয়েছে।  সোনা পাচারের এ নতুন কৌশল কপালে ভাঁজ ফেলেছে ভারতের শুল্ক বিভাগের এয়ার ইনটেলিজেন্স ইউনিটের কর্মকর্তাদের।

বৃহস্পতিবার অবশ্য সোনা পাচারের এ নতুন কৌশল ভেস্তে দিয়ে চার পাচারকারীকে আটক করেছে ভারতের শুল্ক বিভাগের এয়ার ইনটেলিজেন্স ইউনিটের কর্মকর্তারা।  বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় ১২ লাখ টাকা মূল্যের সোনার বোতাম ও চেন।

এদিন ব্যাংকক থেকে ভারতের নেতাজি সুভাষ বোস আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন চার যাত্রী। এয়ারপোর্ট ইনটেলিজেন্স অফিসারদের কাছে খবর ছিল, ব্যাংকক থেকে লুকিয়ে সোনা নিয়ে আসছে অভিযুক্তরা।

তাদের তল্লাশি করে কয়েকটি সোনার চেন পাওয়া যায়।  তবে কর্মকর্তাদের কাছে সোর্স মারফত খবর ছিল, এর থেকে অনেক বেশি সোনা নিয়ে ভারতে ঢুকেছে তারা।

ফের তল্লাশির পর মেটাল ডিটেক্টরে ধরা পড়ে জিনসের প্যান্টের বোতামে সোনা লুকানো রয়েছে। অবিকল বোতামের আকারে সোনার চাকতি, তাতে প্লাস্টিকের কোটিং বসানো।

খালি চোখে দেখে বোঝার কোনো উপায় নেই।  এক একটা চাকতির দাম প্রায় এক লাখ টাকা।  এ ধরনের কৌশল এর আগে চোখে পড়েনি কাস্টমস কর্মকর্তাদের।  

আটককৃতদের মধ্যে দু’জন পাঞ্জাবের, একজন রাজস্থানের এবং অন্যজন বিরাটির বাসিন্দা বলে জানা গেছে।
৯ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে