 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
আন্তর্জাতিক ডেস্ক : আইসিইউতে নারী রোগীর ওপর চিকিৎসকের এ কি কাণ্ড, যা সবাইকে হতবাক করেছে।
আইসিইউতে ওই রোগীকে অনৈতিককাজ করায় চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ।
ভারতের গুজরাটের গান্ধীনগরে এক মুমূর্ষু রোগীকে এ কাজ করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে বেসরকারি হাসপাতালের এক চিকিৎসককে।
 
শনিবার এক মহিলা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য ওই বেসরকারি হাসপাতালে ভর্তি হন।  মহিলার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হতে থাকায় তাকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়।  মহিলার অভিযোগ, আইসিইউতেই তাকে এ কাজ করে চিকিৎসক।  
 
এ জঘন্য কাজে যুক্ত থাকার অভিযোগে পুলিশ অভিযুক্ত চিকিৎসক এবং ওয়ার্ড বয়কে গ্রেফতার করেছে।
 
পুলিশ সূত্র থেকে জানা গেছে, মহিলার ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে এবং তিনি যে চিকিৎসকের অনৈতিককাজের শিকার হয়েছেন তার প্রমাণও পাওয়া গেছে।
 
পুলিশ সূত্রের দাবি, মুমূর্ষু মহিলাকে আগে নেশজাতীয় পানীয় পান করানো হয় যাতে ওই মহিলা কিছু বুঝতে না পারেন।  এ কাজে চিকিৎসককে সাহায্য করে ওই বেসরকারি হাসপাতালের ওয়ার্ড বয়।
 
দুই অভিযুক্তকে গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
 ৯ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম