 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
আন্তর্জাতিক ডেস্ক : রুশ ই-মেইল সার্ভিস র্যাম্বলার (Rambler.ru)-এর প্রায় নয় কোটি ৮০ লাখ ব্যবহারকারীর লগইন নাম আর পাসওয়ার্ড বেহাত হয়েছে। ওয়েবসাইটির ই-মেইল ঠিকানা আর পাসওয়ার্ডসহ অন্যান্য তথ্য কোনোরকম সুরক্ষা ছাড়াই রাখা হয়েছিল বলে দাবি এক নিরাপত্তা প্রতিষ্ঠানের। এসব তথ্য অনলাইনে ফাঁস হয়েছে বলেও জানা গেছে।
 
অনলাইনে ফাঁস হওয়া তথ্যের সন্ধানদাতা প্রতিষ্ঠান লিকড সোর্স নিশ্চিত করেছে- ২০১২ সাল থেকে সাফল্যের সঙ্গে ই-মেইল সেবাদাতা ওই প্রতিষ্ঠান থেকে ব্যবহারকারীদের গুরুত্বপূর্ণ তথ্য অনলাইনে প্রকাশিত হয়েছে।
 
এসব তথ্য ফাঁসকারী হ্যাকার এর আগেও মিউজিক সেবাদাতা প্রতিষ্ঠান last.fm এর প্রায় চার কোটি তিন লাখ ব্যবহারকারীর তথ্য সরবরাহ করেছে।
 
উন্নত সংবাদ আর সেবার জন্য র্যাম্বলারকে রাশিয়ার ই-মেইল সার্ভিসের ‘ইয়াহু’ হিসেবে বিবেচনা করা হয় বলে জানিয়েছে বিবিসি।
১০ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম