আন্তর্জাতিক ডেস্ক : ফেসবুকের প্রতিষ্ঠাতা ও সিইও মার্ক জাকারবার্গ ভবিষ্যতে ভারতকেই তাদের আদর্শ বাজার হিসাব দেখছেন। এমনকী, ভারতে ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থাকে সহজলভ্য করতে পরিকল্পনা নিচ্ছেন তিনি।
ফেসবুকের এই উদ্যোগ কতটা সে দেশের উন্নয়নে সহায়ক হবে তা বহু তর্ক-বিতর্কের বিষয়। কিন্তু, সম্প্রতি ব্রিটেনের ‘উই আর সোশ্যাল’ বলে একটি সংস্থা ফেসবুকে ভারতীয় নারীদের অ্যাকাউন্ট নিয়ে এক সমীক্ষায় যে তথ্য সামনে এনেছে তা চোখ কপালে তোলার মতোই।
এই সমীক্ষায় দাবি করা হয়েছে, ভারতে প্রতি ২৪ জন ফেসবুক ইউজারের মধ্যে একজন শুধু নারী। সব মিলিয়ে ভারতে যতগুলি ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে তার মধ্যে মাত্র ২৪ শতাংশ অ্যাকাউন্ট মহিলাদের। ভারতের মতো প্রগতিশীল দেশে ফেসবুকের মতো জনপ্রিয় সোশ্যাল মিডিয়ার এই ট্রেন্ড স্বাভাবিকভাবেই অবাক করেছে।
ফেসবুকে নারীদের অ্যাকাউন্ট থাকা নিয়ে ভারতের একদম পিছনেই রয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। বাংলাদেশে এই পরিসংখ্যানটি ২৩ শতাংশ, পাকিস্তানে ২২ শতাংশ। নারীদের ফেসবুক ব্যবহারে সবার উপরে রয়েছে নিউজিল্যান্ড। তাদের দেশে এই সংখ্যাটা ৫৯ শতাংশ।-এবেলা
১০ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই