শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৬, ০৮:৪৭:২৪

কলেজছাত্রীদের স্কুটি দিচ্ছে কাশ্মীরের মুখ্যমন্ত্রী

কলেজছাত্রীদের স্কুটি দিচ্ছে কাশ্মীরের মুখ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : কলকাতায় কন্যাশ্রী প্রকল্পে রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি সবুজসাথী প্রকল্পে স্কুল পড়ুয়াদের সাইকেলও দিচ্ছে সরকার। এবার ভারতের আরেক রাজ্য একইধরনের প্রকল্প ঘোষণা করল। তবে আরেকধাপ এগিয়ে কলেজছাত্রীদের স্কুটি দিচ্ছে তারা। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি গতকাল “স্কুটি ফর কলেজ গার্লস” প্রকল্পটির ঘোষণা করেন।

প্রকল্পটির প্রথম ধাপে দুটি কলেজের ছাত্রীদের স্কুটি প্রদান করেন। প্যারাড মহিলা কলেজ এবং গান্ধিনগর মহিলা কলেজের ছাত্রীদের জন্য স্কুটি দেয় সরকার। প্রতি কলেজের জন্য ১৫০ টি করে স্কুটি দেয়া হয়। আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রীদের জন্যই সরকারের এই প্রকল্প।

প্রকল্পটির আওতায় গান্ধিনগর কলেজ থেকে ৩১২টি আবেদন জমা পড়েছিল। তারমধ্যে ১৫০টি আবেদন বেছে নেয়া হয়। স্কুটি পেতে গেলে প্রতি ছাত্রীর ক্লাসে ৬৫ শতাংশ হাজিরা এবং বার্ষিক পারিবারিক আয় ৪ লাখ টাকার কম হতে হবে।

গতকাল প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে নিজেও স্কুটি চড়েন মেহবুবা মুফতি। গত মে মাসেই এধরনের প্রকল্প আনার কথা ঘোষণা করা হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে। তখন জানানো হয়, কলেজ পড়ুয়া ছাত্রীদের স্কুটি কিনে দিতে ৫০ শতাংশ ভর্তুকি দেয়া হবে।
১০ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে