আন্তর্জাতিক ডেস্ক : ফের ভূকম্পনে কেঁপে উঠল রাজধানী দিল্লি। শনিবার রাত সাড়ে নটা নাগাদ ভূকম্পনে কেঁপে ওঠে রাজধানী দিল্লিসহ উত্তরপ্রদেশের নয়ডার বিস্তীর্ণ এলাকা। এদিন রিক্টার স্কেলে ভূকম্পনের তীব্রতা ছিল ৪.১।
শনিবার রাতের ভূকম্পনের তীব্রতা কম থাকায়, হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও, তীব্র আতঙ্কের পরিবেশ তৈরি হয়। ভূকম্পনের আতঙ্কের শুরু হয় হুরোহুরিও। বহুতল বাড়ি ছেড়ে পথে নেমে আসেন রাজধানীর বেশিরভাগ বাসিন্দা। পরে, আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফেরে ভারতের রাজধানীর জনজীবন।
জানা গেছে, এদিন প্রায় এক মিনিট ধরে টানা কম্পন অনুভূত হয়। এদিনের এই ভূকম্পনের পর জাতীয় আবহাওয়া দফতরের পক্ষে থেকে জানান হয়, হরিয়ানার ঝাঁজর এলাকার ভূগর্ভের প্রায় ৬১ কিলোমিটার নিচে ভূমিকম্পের উৎপত্তিস্থল। গত তিন সপ্তাহ আগেও এই অঞ্চলেই ভূকম্পন অনুভূত হয়।
১১ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম