রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০১৬, ১২:৪৪:৩৮

সিরিয়ায় বিমাল হামলায় ১০৫ জনের মৃত্যু

সিরিয়ায় বিমাল হামলায় ১০৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় ইদলিবের ও আলেপ্পো প্রদেশে বিমান হামলায় ১শ’জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। যুদ্ধবিরতির বিষয়ে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার ঐক্যমতের পরই এই হামলা চালানো হয়। দেশটির বিদ্রোহী এলাকায় ওই হামলা চালানো হয়েছে।  

ইদলিবের একটি বাজারে একটি বিমান হামলার ঘটনায় কমপক্ষে ৬০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আলেপ্পো প্রদেশে বিমান হামলায় আরো ৪৫ জনের মৃত্যু হয়েছে।

সোমবার থেকে দেশটিতে সাময়িক যুদ্ধবিরতি শুরু হবে। যুদ্ধবিরতি ১০ দিন স্থায়ী হবে। যুদ্ধবিরতি চলাকালীন জিহাদী জঙ্গিদের ওপর বিমান হামলা বন্ধ থাকবে।

সিরীয় যুদ্ধবিরতির বিষয়ে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার ঐক্যমতের বিষয়টিকে স্বাগত জানিয়েছে তুরস্ক এবং ইউরোপ। তবে এ বিষয়ে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়া উচিত বলে মনে করেন তারা।

সিরিয়ার বিরোধীদের এক মুখপাত্র বলেছেন এই পরিকল্পনা আশা জাগিয়েছে। তবে এই যুদ্ধবিরতি কিভাবে কার্যকর হবে সে বিষয়ে আরো বিস্তারিত তথ্য প্রয়োজন।

রাষ্ট্রীয় গণমাধ্যম সানা নিউজ এজেন্সি জানিয়েছে, সিরিয়ার রাজধানী দামেস্কে সাময়িক যুদ্ধবিরতি চুক্তিটি অনুমোদন করেছে সরকার।
১১ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে