রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০১৬, ০১:০৩:২৫

যে রাজ্যে ৭ কোটি জনসংখ্যা, অথচ একজন মাত্র ইহুদি

যে রাজ্যে ৭ কোটি জনসংখ্যা, অথচ একজন মাত্র ইহুদি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ৭ কোটি জনসংখ্যার রাজ্য রাজস্থানে মাত্র একজন নিবন্ধিত ইহুদি আছেন।

আদম শুমারির ধর্মভিত্তিক পরিচয় থেকে আরো জানা গেছে, এ রাজ্যে মাত্র ৮৫ জন পার্সি (পারস্য বংশোদ্ভূত) আছেন। ব্রিটিশ শাসনামলে তারা ভারতে আসেন। মেরওয়ারার আজমির অঞ্চলে এদের বসবাস, যা সরাসরি ব্রিটিশ উপনিবেশের অধীনে ছিল।

আরেকটি বিস্ময়কর বিষয় হলো- রাজস্থান রাজ্যে ৫০ জন প্রকৃতি পূজারী আছেন। তারা আমেরিকার আদিবাসীদের মতো জীবনযাপন ও ধর্মমতে বিশ্বাসী।

আজমিরের পুশকার এলাকা ইহুদিদের বসতির জন্য পরিচিত। এখানে আসা বিদেশি পর্যটকদের মধ্যে ইহুদিদের সংখ্যাই বেশি। পুশকারে একটি ইহুদি ধর্মকেন্দ্র (চাবাদ) আছে। ভারতে চাবাদ আছে মোট নয়টি। তবে পুশকারের চাবাদে প্রতিবছর উৎসব হয়।

রাজস্থানের একমাত্র ইহুদি ব্যক্তিকে খুঁজে তার ঠিকানা উদ্ধার করতে পারেনি টাইমস অব ইন্ডিয়ার সাংবাদিকরা। বর্তমানে ভারতে ইহুদি জনসংখ্যা প্রায় ৫০০ জন। এ ছাড়া ১৮৮৭ থেকে ১৮৯০ সাল পর্যন্ত রাজস্থানে পার্সি জনসংখ্যা ছিল ৩০০ জনের মতো। কিন্তু ২০১১ সালে দাঁড়ায় ৮৫ জনে। তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া
১১ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে