রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০১৬, ০২:১১:১৮

শক্তিশালী ভূমিকম্পে তানজানিয়ায় নিহত ২৬, আহত ২০০

শক্তিশালী ভূমিকম্পে তানজানিয়ায় নিহত ২৬, আহত ২০০

আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ায় শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ২৬ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে দুই শতাধিক।

উগান্ডা ও রুয়ান্ডার সীমান্তবর্তী লেক ভিক্টোরিয়ার কাছাকাছি ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৭। পার্শ্ববর্তী কেনিয়ার পশ্চিমাঞ্চলের বাসিন্দারাও এর তীব্রতা অনুভব করেন।

ভূমিকম্পে তানজানিয়ার বুকোবা শহরের বেশ কয়েকটি ভবনে ফাটল দেখা দিয়েছে। শহরটিতে ৭০ হাজার ‍বাসিন্দার বাস। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

স্থানীয় সময় শনিবার বিকেল ৩টা ২৭ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১০ মাইল।
১১ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে