 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
আন্তর্জাতিক ডেস্ক : ফের মারণ ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করল রাশিয়া৷ পরমাণু বোমা-বহনে সক্ষম আরএসএম ‘তোপোল’ ক্ষেপণাস্ত্র আজ রাশিয়ার রাজধানী মস্কো থেকে ৮০০ কিলোমিটার উত্তরের প্লেসিতস্ক কসমোড্রোম থেকে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়৷
দূরপাল্লার এই মারণ ক্ষেপণাস্ত্রটি যেকোন লক্ষ্যবস্তুতে নিখুঁত ভাবে আঘাত হাতনে সক্ষম। শনিবার স্থানীয় সময় সকালে ক্ষেপণাস্ত্রে পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়৷ রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানা হয়েছে, এই ক্ষেপণাস্ত্রটি বোমা-বহনে সক্ষম৷ আরএসএম ‘তোপোলে’র দৈর্ঘ্যে ২২.৭ মিটার৷ উৎক্ষেপণ-কালীন ওজন ৪৭,২০০ কিলোগ্রাম। এটি সর্বোচ্চ পাল্লা ১০ হাজার কিলোমিটার দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা ফাঁকি দেয়ার সক্ষমতাসহ অত্যাধুনিক যুদ্ধাস্ত্রের কার্যকারিতা যাচাইয়ের জন্য পরীক্ষামূলক ভাবে ছোঁড়া হয় আরএসএম তোপোল।
এছাড়াও, এই ক্ষেপণাস্ত্রের অন্যান্য কারিগরি বিষয়ও এই উৎক্ষেপণের মাধ্যম পরীক্ষা করা হয়৷ মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পরীক্ষার ফলাফল রুশ অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উন্নয়নে কাজে লাগানো হবে।
১১ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই