 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
আন্তর্জাতিক ডেস্ক : ফের জঙ্গি হামলা ভূস্বর্গে। জম্মু ও কাশ্মীরের পুঞ্চে একটি নির্মাণাধীন ভবনে লুকিয়ে থাকা সশস্ত্র জঙ্গিদের সঙ্গে পুলিশের গুলিবিনিময়ে নাহত হলেন এক পুলিশকর্মী। ওই ঘটনায় এক জঙ্গিরও মৃত্যু হয়েছে। এই প্রতিবেদন যখন লেখা হচ্ছে, তখনো এনকাউন্টার চলছে। অপরদিকে, নওগামে লাইন অফ কন্ট্রোল পেরনোর সময় পুলিশের গুলিতে মৃত্যু হয় চার জঙ্গির। এই দুই ঘটনার জন্য পাকিস্তান দায়ী বলে দাবি করেছেন জম্মু ও কাশ্মীরের উপ মুখ্যমন্ত্রী নির্মল সিং।
রবিবার সকালে পুলিশের কাছে খবর আসে, পুঞ্চে সেনাবাহিনীর একটি ক্যাম্পের কাছে একটি নির্মাণাধীন বহুতলের ভেতর লুকিয়ে রয়েছে ২-৩ জন জঙ্গি। তাদের কাছে প্রচুর অস্ত্রশস্ত্র রয়েছে বলেও খবর পাওয়া গিয়েছে। এরপরই গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ। তখনই বহুতলের ভেতর থেকে গুলি ছুড়তে শুরু করে জঙ্গিরা। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় এক পুলিশকর্মীর। আহত হন আর এক পুলিশকর্মীও। পুলিশও পাল্টা গুলি চালালে প্রাণ যায় এক জঙ্গির। দু পক্ষ থেকেই শুরু হয় তীব্র গুলিবিনিময়।
অপরদিকে, উত্তর কাশ্মীরের নওগাম সেক্টরে LoC পেরনোর সময় সেনাবাহিনীর গুলিতে মৃত্যু হয় চার জঙ্গির।
এই দুই ঘটনার জন্যই সরাসরি পাকিস্তানকে দায়ী করে জম্মু ও কাশ্মীরের উপ মুখ্যমন্ত্রী নির্মল সিং বলেন, 'এগুলি পাকিস্তানের অত্যন্ত নিন্দনীয় কার্যকলাপ। এগুলি ওরাই ঘটিয়েছে। ওরা কাশ্মীরে অশান্তি সৃষ্টি করছে।'
পাকিস্তানকে একটি ব্যর্থ রাষ্ট্র উল্লেখ করে তিনি বলেন, 'পাকিস্তান একটি ব্যর্থ রাষ্ট্র। দেখুন বালুচিস্তান, পাক অধিকৃত কাশ্মীর, গিলগিট বালিস্তান ও অন্যান্য জায়গায় কী ঘটছে।'-টাইমস অব ইন্ডিয়া
১১ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই