আন্তর্জাতিক ডেস্ক : রবিবার বিষয়টি প্রকাশ হওয়ার পরই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ভারতের কলকাতার হরিণঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সিমহাত এলাকায়। জানা গিয়েছে, সিমহাত এলাকার বাসিন্দা ননীবালা সাহা (৯০) গত জানুয়ারি মাসের ১৬ তারিখে বার্ধক্যজনিত কারণে মারা যান। অভিযোগ, মৃত্যুর পরে অন্তেষ্টি না করেই ননিবালা দেবীর দেহ বাড়িতে রেখে দেন তার দুই ছেলে অজিত সাহা ও অরুণ সাহা।
তারা এলাকার বাসিন্দাদের সঙ্গে ইদানীং মেলামেশাও কম করতেন। দুই ছেলের ক্রমাগত অদ্ভুত ব্যবহার ও ননিবালা দেবীর কোনো সন্ধান না পাওয়ায় এলাকাবাসীর মনে সন্দেহ জাগে। রবিবার সকালে এলাকাবাসী অজিত সাহা ও অরুণ সাহার বাড়িতে জোর করে ঢুকলে দেখতে পান ঘরে চৌকির উপরে পরে আছে কঙ্কাল। পরে হরিণঘাটা থানায় খবর দেয়া হলে পুলিশ এসে কঙ্কালটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পাশাপাশি অজিত ও অরুন সাহাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
১১ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই