রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০১৬, ১১:১৪:১৬

এবার চীনের আকাশে চলবে রেলগাড়ি!

এবার চীনের আকাশে চলবে রেলগাড়ি!

আন্তর্জাতিক ডেস্ক : চীনে যাত্রা শুরু করল আকাশ ট্রেন। জার্মানি ও জাপানের পর চীনই তৃতীয় দেশ যারা তৈরি করল এই অত্যাধুনিক প্রযুক্তি।

চীনের সবচেয়ে বড় রোলিং স্টক প্রস্তুতকারক চায়না রেলওয়ে রোলিং স্টক কর্পোরেশন ও নানজিং পানঝেন কোম্পানির তৈরি এই ট্রেন যাত্রা শুরু করল নানজিং শহর থেকে। এই ট্রেনের দুটি কম্পার্টমেন্টে ২০০ জন যাত্রী একসঙ্গে যাতায়াত করতে পারবেন। এর ভাড়াও যথেষ্ট সস্তা করা হবে বলে দাবি করেছেন চীনের রেল কর্মকর্তারা।

এছাড়াও এই আকাশ রেলগাড়ির জন্য যে কয়েকশো কিলোমিটার রেললাইন তৈরি করতে হয়েছে, তাও মাত্র ৩ থেকে ৫ মাসের মধ্যে করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে চীনের রেডিয়ো।

ব্যাটারিচালিত এই ট্রেন টানা ৪ ঘণ্টা চলতে পারে। কোনো স্টেশনে এটি থামলে মাত্র মিনিট দুয়েকের মধ্যেই ব্যাটারি পাল্টে নেয়া যাবে। সামনের বছর পাকাপাকিভাবে চীনের বিভিন্ন এলাকায় পাওয়া যাবে এই আকাশ ট্রেন পরিষেবা।-টাইমস অব ইন্ডিয়া
১১ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে