রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০১৬, ১১:২৯:২২

বিশ্বের প্রথম ধনী বিল গেটসকে পেছনে ফেললেন ইনি

বিশ্বের প্রথম ধনী বিল গেটসকে পেছনে ফেললেন ইনি

আন্তর্জাতিক ডেস্ক : পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তির নাম যদি জিজ্ঞেস করা হয়, চটজলদি উত্তরটা দিয়ে দেবেন, মাইক্রোসফট কর্ণধার বিল গেটস।  দিন কয়েক আগেও উত্তরটায় আপনার ফুল মার্কস ছিল।

কিন্তু এখন আর হবে না।  বিল গেটসকে পেছনে ফেলে ধনকুবের তালিকায় প্রথম স্থানে চলে গেলেন আমানসিও ওর্তেগা।  ফ্যাশন চেন Zara-এর কর্ণধার ওর্তেগার মোট সম্পত্তির পরিমাণ ৭ হাজার ৯৫০ কোটি মার্কিন ডলার।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এমনটাই জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, স্প্যানিস শিল্পপতি আমানসিও ওর্তেগার ফ্যাশন ব্র্যান্ড Zara গোটা বিশ্বেই বেশ জনপ্রিয়।  ফোর্বস-এর তালিকায় দেখা যাচ্ছে, বিল গেটসের এখন মোট সম্পত্তির পরিমাণ ৭ হাজার ৮৫০ কোটি মার্কিন ডলার।

গেটস আপাতত ধনকুবেরদের তালিকায় দ্বিতীয় স্থানে।  সম্পত্তির নিরিখে বিল গেটসকে হারানোর খবরটি গত বুধবার প্রকাশিত হতেই বিশ্বের এই বৃহত্তম ফ্যাশন রিটেলারের শেয়ারের দাম এক লাফে ২.৫ শতাংশ বেড়ে যায়।

ওর্গেতা অবশ্য জানিয়ে দিয়েছেন, তার সমস্ত সম্পত্তি ও ব্যবসা তিনি তার একমাত্র কন্যা মার্তাকে দিয়ে দিতে চলেছেন।  খুব শিগগিরই Zara-এর ম্যানেজমেন্টের দায়িত্ব নিতে চলেছেন মার্তাই।

এর আগে গত অক্টোবরেও বিল গেটসকে পেছনে ফেলে এক নম্বর ধনকুবের হয়েছিলেন ওর্তেগা।  তবে দিন কয়েকের বেশি স্থায়ী হতে পারেননি তিনি।

মাইক্রোসফটের শেয়ার মূল্য হঠাত্‍‌ বেড়ে যাওয়ায় দ্বিতীয় স্থানে চলে গিয়েছিলেন ওর্তেগা।
১১ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে