 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
আন্তর্জাতিক ডেস্ক : ভোটে জিতে পঞ্জাবে ক্ষমতায় এলে অমৃতসরকে 'পবিত্র শহর' হিসেবে ঘোষণা করবেন বলে প্রতিশ্রুতি দেয়ায় আমআদমি পার্টির 'সুপ্রিমো' অরবিন্দ কেজরিওয়ালকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন মার্কেন্ডেয় কাটজু।
নিজের ফেসবুক পোস্টে অরবিন্দকে আক্রমণ করে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ও ভারতীয় প্রেস কাউন্সিলের সাবেক চেয়ারম্যান কাটজু বলেন, 'ওঁর মাথায় কিচ্ছু নেই। ভোট পেতে যে কোনো নিম্নস্তরেও নামতে পারে অরবিন্দ।' আপ আহ্বায়ক এ ধরনের ঘোষণার মধ্য দিয়ে নিজেকে নিছক জননেতা হিসেবে উদ্ভাসিত করতে চেয়েছেন।
অরবিন্দকে 'ভণ্ড' বলতেও দ্বিধা করেননি বরাবরই ঠোঁটকাটা এই সাবেক বিচারপতি।
বিধানসভা ভোটের কারণে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এখন পঞ্জাব সফর করছেন। নির্বাচনী প্রচারে গিয়ে অরবিন্দ ঘোষণা করেন, পঞ্জাবে আপ ক্ষমতায় এলে অমৃতসর ও আনন্দপুর সাহিবকে পবিত্র শহর হিসেবে ঘোষণা করা হবে। শুধু তাই নয়, অমৃতসরে নেশাদ্রব্য ও মাংস নিষিদ্ধ করার প্রতিশ্রুতি দেন কেজরি।
কাটুজর বক্তব্য, যদি অমৃতসর 'পবিত্র শহর' হয় তা হলে তো এলাহাবাদ (প্রয়াগ), বেনারস, অযোধ্যা, মথুরা, পুরী, দ্বারকা, হরিদ্বার, ঋষিকেষ, গয়া, মহেশ্বর, মাদুরাই, আজমেঢ়ও একই দাবি করে।
কাটজুর ব্যাখ্যা, ধর্মের দোহাই দিয়ে এ ধরনের প্রতিশ্রুতি 'ভোট পাওয়ার ভালো ডিভাইস'। কিন্তু সম্পূর্ণই প্রতিক্রিয়াশীল এবং সামন্ততান্ত্রিক। দেশের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তির পক্ষে ক্ষতিকারক।
এ প্রসঙ্গেই রাম মন্দির-বাবরি মসজিদ বিতর্কের কথাও তোলেন সুপ্রিম কোর্টের সাবেক এই বিচারপতি। বলেন, এই বিতর্কই বিজেপিকে ক্ষমতায় আনতে তাড়িত করেছিল। কিন্তু, তাতে দেশের মারাত্মক ক্ষতি হয়েছে।
ফেসবুক ফলোয়ারের কমেন্টের জবাব দিতে গিয়ে মার্কেন্ডেয় কাটজু বলেন, অরবিন্দ কেজরিওয়ালকে আগে 'সত্' বলে উল্লেখ করেছিলাম। সেটা ছিল আমার 'ভুল'।-টাইমস অব ইন্ডিয়া
১১ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই